পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ইটভাটায় যাচ্ছি' বলে বেরিয়ে নিখোঁজ তৃণমূল নেতা, অপহরণ ? - তৃণমূল নেতা নিখোঁজ

রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল নেতা আনেসুর রহমান ৷ এর পর তিন দিন কেটে গিয়েছে, তিনি বাড়ি ফেরেননি ৷ কোথাও কোনও খোঁজ পায়নি পরিবারের সদস্যরা ৷ তবে পুরনো বিবাদের জেরে তাঁকে অপহরণ করে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ স্ত্রী, ছেলে, এমনকি এলাকাবাসীরও ৷

আনেসুর রহমান
আনেসুর রহমান

By

Published : Jul 22, 2021, 8:10 AM IST

Updated : Jul 22, 2021, 9:31 AM IST

মালদা, 22 জুলাই : অন্যান্য দিনের মতো বাড়ি থেকে নিজের ইটভাটায় গিয়েছিলেন ৷ তার পর আর ঘরে ফিরে আসেননি হরিশ্চন্দ্রপুর এলাকার তৃণমূল কংগ্রেসের কনভেনর । ব্যবসায়িক গোলমালের কারণে তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ নেতার পরিবারের সদস্য, এমনকি এলাকাবাসীর । নিখোঁজ নেতার ছেলে হরিশ্চন্দ্রপুর থানা ও স্থানীয় ভালুকা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিখোঁজ তৃণমূল নেতার নাম আনেসুর রহমান, বয়স 50 । ইটভাটার মালিক এই তৃণমূল নেতা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের হাতিছাপা গ্রামের বাসিন্দা । তাঁর স্ত্রীর বয়ান অনুযায়ী, রবিবার সকালে আনুমানিক সাড়ে সাতটা নাগাদ ইটভাটায় যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন আনেসুর ৷ এরপর দুপুর গড়িয়ে বিকেল, রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তৃণমূল নেতা ৷ তিন দিন ধরে কোথাও কোনও খোঁজ মেলেনি তাঁর ।

এই প্রসঙ্গে আনেসুর রহমানের স্ত্রী মাসেদা বিবি বলেন, "আমরা তিন দিন ধরে তাঁর কোনও খোঁজ পাইনি । এক বছর আগে কালিয়াচকের কিছু লোকজনের সঙ্গে ওর ব্যবসা সংক্রান্ত ঝামেলা হয়েছিল ।" তখন সেখানকার লোকজন আনেসুরকে "একদিন দেখে নেওয়ার" হুমকি দিয়েছিল । শুক্রবার আনেসুর ব্যবসায়িক লেনদেনের কাজে সুলতাননগর গিয়েছিলেন ৷ সেখানে কী হয়েছে তা জানেন না তাঁর স্ত্রী ৷ সেখানেও টাকা পাওনা ছিল তাঁর, কিন্তু তা পাননি ব্যবসায়ী । তাই মাসেদা বিবি বলেন, "আমার মনে হয়, টাকার জন্য অপহরণ করা হয়েছে ৷ আমরা চাই, পুলিশ দ্রুত আমার স্বামীকে উদ্ধার করুক।"

আরও পড়ুন : TMC 21 July : শহিদ দিবসেও গোষ্ঠীকোন্দল কোচবিহারে !

আনেসুর রহমানের ছেলে নুর ইসলাম জানান, "বাবা নিখোঁজ হওয়ার পর থেকে আমরা পরিবারের সবাই ভীষণ চিন্তায় আছি । এক বছর আগে ইট কেনাবেচা সংক্রান্ত ব্যাপারে কালিয়াচকের কয়েকজনের সঙ্গে বাবার গন্ডগোল হয় । তারা বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল । এছাড়াও সুলতাননগর এলাকার এক ব্যবসায়ীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে বাবার ব্যবসায়িক বিবাদ রয়েছে ।" নুরেরও সন্দেহ টাকার জন্য কেউ বা কারা তাঁর বাবাকে অপহরণ করেছে ।

স্থানীয় বাসিন্দা মহম্মদ হোসেন বলেন, "রবিবার রাতে শুনতে পাই, এলাকার তৃণমূলের কনভেনার তথা ব্যবসায়ী আনেসুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না । আনেসুর সাহেব এলাকায় ভাল মানুষ হিসাবে পরিচিত ।" তিনি জানান, গ্রামে কারও সঙ্গে তাঁর ঝগড়া বা গন্ডগোল ছিল না । শোনা যাচ্ছে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে বাইরের কিছু লোকের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল । তারা এই ঘটনায় জড়িয়ে রয়েছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখুক, জানিয়েছেন মহম্মদ ৷

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, এ নিয়ে অভিযোগ দায়ের হতে তাঁরা আনেসুর রহমানকে উদ্ধারের যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন । তাঁদের আশা, দ্রুত উদ্ধার করা যাবে নিখোঁজ তৃণমূল নেতাকে ৷

Last Updated : Jul 22, 2021, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details