মালদা, 24 জুলাই: খানিক বৃষ্টিতেই রাস্তা যেন নিকাশি নালা (Bad Road Condition) । জমা জলে রাস্তার গর্ত বুঝতে না পেরে দুর্ঘটনার কবলে এক কিশোর । বারবার রাস্তা সংস্কারের আবেদন জানিয়েও ফল না-মেলায় ক্ষোভে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের (Local people protest in Malda demanding repair of roads) । ঘটনাটি ঘটেছে চাঁচল-2 ব্লকের ভাকরি এলাকায় ।
দুর্গাবাড়ি মোড় থেকে সাহুরগাছি এলাকা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে । স্থানীয় বাসিন্দাদের দাবি, বারবার প্রশাসনকে জানিয়েও রাস্তা সংস্কারের কাজ হয়নি । আজ বৃষ্টির পর রাস্তায় জল জমে যায় । ফলে রাস্তায় থাকা গর্ত বোঝা যাচ্ছিল না । একটি বাচ্চা রাস্তা দিয়ে যাওয়ার সময় গর্ত বুঝতে না পেরে পড়ে যায় । এরপরেই স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন ।
বিক্ষোভকারী জ্যোতির্ময় প্রামাণিক বলেন, "এই রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডব্লিউডির । দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে । প্রশাসনের কোনও হেলদোল নেই । এই রাস্তার ওপর তিনটে গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ নির্ভরশীল । দুটি হাইস্কুলের পড়ুয়ারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে । বারবার প্রশাসনকে জানিয়েও কিছুই হয়নি । মাঝমধ্যেই রাস্তাতে দুর্ঘটনা ঘটে । এখন বৃষ্টিতে রাস্তায় জল জমে গিয়েছে । রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে হাঁটুর ওপর কাপড় তুলে যাতায়াত করতে হচ্ছে । অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে আজ আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি ।"
দুর্ঘটনার পরই ক্ষোভে টায়ার জ্বালিয়ে মালদায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা আরও পড়ুন:চাঁচল কলেজেই তৃণমূলের পতাকা তুললেন অধ্যাপকরা !
অপর বিক্ষোভকারী সোহেল আহমেদ বলেন, "প্রায় দুবছর ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে । বৃষ্টির সময় রাস্তাতে হাঁটু জল হয়ে যায় । টোটো, মোটরবাইক, হেঁটে কোনোভাবেই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না । আজ বৃষ্টির পড়ে রাস্তায় জল জমে যাওয়ায় গর্ত বোঝা যাচ্ছিল না । রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বাচ্চা পড়ে গিয়ে জখম হয়েছে । রাস্তা সংস্কারের দাবিতে আমরা টায়ার জ্বালিয়ে অবরোধ করেছি ।" চাঁচল-2 নম্বর ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস জানান, রাস্তাটি সংস্কারের জন্য পূর্ত দফতরের সঙ্গে আলোচনা হয়েছে । দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে ।