মালদা, 8 এপ্রিল:কথায় বলে 12 মাসে এক বছর ৷ কিন্তু সরকারি দফতরে যে 18 মাসে বছর হয় না বললেও চলে ৷ বিশেষত মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দাদের অভিযোগ সেরকমই ৷ গত বছর দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মানুষ সরকারি সুবিধে পেতে ফর্ম ফিল-আপ করেন । দুয়ারে সরকার ক্যাম্পে জাতিগত শংসাপত্রের জন্য হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বহু মানুষ আবেদন করেন । অভিযোগ, প্রায় বছর খানেক হতে চললেও এখনও ফাইলের গেরোয় আটকে রয়েছে সমস্ত কাজ ।
বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার ব্লক অফিসে গিয়েও কোনও সুফল মেলেনি ৷ অভিযোগ, দফতরের আধিকারিকরাও নিয়মিত আসেন না ৷ আবার কখনও কখনও আধিকারিকের দেখা মিললেও জাতিগত শংসাপত্রের খোঁজ করতে গিয়ে সরকারি আধিকারিকদের কটুক্তিরও শিকার হতে হয় ৷ এমনটাই অভিযোগ আবদুল সালাম নামে এক বাসিন্দার ৷