পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 11, 2019, 1:38 PM IST

ETV Bharat / state

আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠানে ব্রাত্য BJP বিধায়ক ও সাংসদ

আদিবাসীদের নামে চলছে টাকা লুট । আদিবাসী দিবসে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন হবিবপুরের BJP বিধায়ক জোয়েল মুর্মু ও মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ।

আদিবাসী দিবস

মালদা, 11 আগাস্ট : লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে । তাই বিধানসভা ভোটের আগে ঘুরে দাঁড়াতে প্রশান্ত কিশোরের দাওয়াই - মিশতে হবে সবার সঙ্গে । কে কোন দল করে, তা দেখলে চলবে না । তাই মালদা জেলা তৃণমূল নেতৃত্ব জনসংযোগ যাত্রায় বেরিয়ে সব দলের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলছে বলে দাবি করেছে ।

কিন্তু প্রশান্ত কিশোরের সেই দাওয়াই বোধ হয় প্রশাসনের জন্য নয় । গতকাল হবিবপুরের কেন্দপুকুরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের আয়োজন করে রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ । অনুষ্ঠানে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হলেও ডাক পাননি স্থানীয় বিধায়ক ও সাংসদ । আমন্ত্রণ না পেলেও তাঁরা দু'জনেই অনুষ্ঠানস্থলে এসেছিলেন ৷ তবে মঞ্চে ওঠেননি । সাধারণ মানুষের সঙ্গে বসে অনুষ্ঠান দেখেছেন । সরকারের এহেন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দু'জনেই ।

9 অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস । এই উপলক্ষে মালদা জেলা প্রশাসন দু'দিন ধরে অনুষ্ঠানের আয়োজন করেছিল ৷ 10 অগাস্ট ছিল মূল অনুষ্ঠান । অনুষ্ঠানটি হয় হবিবপুর ব্লকের কেন্দপুকুর গ্রামের একটি মাঠে । অনুষ্ঠানে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী সমাজের কৃতীদের সংবর্ধনা দেওয়া হয় । এছাড়া সংবর্ধনা দেওয়া হয় তপশিলি জাতি ও উপজাতিভুক্ত কৃতী ছাত্রছাত্রীদের । অনুষ্ঠানে বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা উপভোক্তাদের দেওয়া হয় ।

জেলাশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য সরকারি আধিকারিক ছাড়াও অনুষ্ঠানের মঞ্চে ছিলেন মালদা জেলাপরিষদের সভাধিপতি, জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর, মোথাবাড়ি ও রতুয়ার তৃণমূল বিধায়ক, হবিবপুর বিধানসভায় সাম্প্রতিক উপনির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী অমল কিস্কু সহ শাসকদলের একাধিক নেতানেত্রী । কিন্তু এলাকার বিধায়ক জোয়েল মুর্মু , সাংসদ খগেন মুর্মু কিংবা বিরোধী দল পরিচালিত পঞ্চায়েত সমিতির কোনও সদস্যকে সেখানে দেখা যায়নি ।

অনুষ্ঠানের শেষ দিকে উপস্থিত হন এলাকার BJP বিধায়ক জোয়েল মুর্মু ও BJP সাংসদ খগেন মুর্মু । তাঁদের সঙ্গে ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদীপ রায় । তাঁরা মঞ্চের সামনে সাধারণ মানুষের সঙ্গেই বসেন । অনুষ্ঠান দেখেন । অবশ্য ততক্ষণে মঞ্চ থেকে বিদায় নিয়েছেন আমন্ত্রিত অতিথিরা । বেশ কিছুক্ষন অনুষ্ঠান দেখার পর সেখান থেকে চলে যান বিধায়ক ও সাংসদ ।

জোয়েল মুর্মু বলেন, "অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি । অনুষ্ঠানের খবর পেয়ে আমি এখানে এসেছি । এসে দেখলাম, এই মঞ্চে স্থানীয় জনপ্রতিনিধি ছাড়া অন্যান্যরা উপস্থিত । আমি নীচে বসেছিলাম । সেই ছবিও তুলেছি । আদিবাসীদের অনুষ্ঠান হলেও আদিবাসীরা খুব কম সংখ্যায় উপস্থিত ছিলেন । বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের নামে রাজনীতি করা হল । আদিবাসীদের সমস্ত দিক থেকে বঞ্চিত করা হচ্ছে । তাদের নিয়ে শুধু রাজনীতি করা হচ্ছে । "

খগেন মুর্মু বলেন, "রাজ্য সরকারের পক্ষ থেকে আজ এখানে বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এখানে আজ তৃণমূল কংগ্রেসের নিজস্ব অনুষ্ঠান চলছে । এখানে একজন আদিবাসী বিধায়ক রয়েছেন । কিন্তু তিনি অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি । আমি নিজেও এই এলাকার সাংসদ । আমিও আমন্ত্রণ পাইনি । আমন্ত্রণ পাননি হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদীপ রায়ও । কাউকে কিছু জানানোই হয়নি । "

সাংসদ আরও বলেন, " একজন আদিবাসী হিসেবেই আমি অনুষ্ঠান দেখতে এসেছি । এসে দেখলাম, মঞ্চে যাঁরা রয়েছেন, তাঁদের বেশিরভাগই আদিবাসী নন । তাঁরা কোনও জনপ্রতিনিধিও নন । বিশ্ব আদিবাসী দিবস কবে থেকে শুরু হয়েছে তা কি কেউ এখানে বলেছেন? কেন এই দিনটি বিশ্ব আদিবাসী দিবস হিসাবে পরিচিত সেটাও কি তাঁরা জানেন? যাঁরা এখানে এসেছিলেন, তাঁরা কেউ আদিবাসী নন । তাঁরা এসব জানেনই না । আদিবাসীদের নাম করে গত 9 বছর ধরে পশ্চিমবঙ্গে যেভাবে লুটপাট চলছে, এই অনুষ্ঠান তার অন্যতম দৃষ্টান্ত । এখানে শুধু লুটের রাজত্ব চলছে । আদিবাসীদের নাম করে তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক এবং জেলাশাসক থেকে শুরু করে কিছু পেটোয়া প্রশাসনিক আধিকারিক সরকারি টাকা লুট করছে । তার জন্যই এই অনুষ্ঠান হচ্ছে ।"


আজকের অনুষ্ঠানে কেন এলাকার আদিবাসী বিধায়ক ও সাংসদকে সরকারিভাবে আমন্ত্রণ জানানো হয়নি তা নিয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য কোনও প্রতিক্রিয়া দেননি । এপ্রসঙ্গে মন্তব্য করতে চাননি অন্য কোনও প্রশাসনিক আধিকারিকও ।

ABOUT THE AUTHOR

...view details