শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রা । ট্যাবলোয় রয়েছেন জে পি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষসহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারা ।
দিলীপ-কৈলাসদের পাশে নিয়ে পরিবর্তন যাত্রার সূচনা নাড্ডার - JP Nadda
16:46 February 06
ভোটের আগে বিজেপির এখন পাখির চোখ বাংলা । একের পর এক নেতা দিল্লি থেকে উড়ে আসছেন রাজ্যে । গতকাল রাতে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । দু'দিন ধরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর ।
16:37 February 06
বিজেপির পতাকা উড়িয়ে চটির মাঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করলেন জে পি নাড্ডা । রথের আদলে সাজানো হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রার ট্যাবলো । এর আগে ট্যাবলো পুজো করা হয় ।
16:32 February 06
- বিজেপি ক্ষমতায় এলেই বাংলায় সুস্থ সংস্কৃতি ফিরবে ।
- কাটমানি ইশুতে রাজ্য সরকারকে একহাত নিলেন জে পি নাড্ডা । প্রশ্ন তুললেন, চাল চোর কে ? ত্রিপল চোর কে ?
- কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্যের নামে চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ।
- নতুন স্লোগান বেধে দিলেন নাড্ডা । "অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা ।"
16:28 February 06
- বাংলার জন্য অনেক প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায় তা চালু করতে দেননি । মমতা গেলে কিষান সম্মান নিধি চালু হবে বাংলায় । আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে বাংলা ।
- বাংলায় নারীদের কোনও নিরাপত্তা নেই । বাংলার মানুষ তাই পরিবর্তন চাইছেন ।
- জয় শ্রীরামে এত আপত্তি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রশ্ন জে পি নাড্ডার । আত্মবিশ্বাসী নাড্ডা বললেন, বাংলায় পদ্ম ফুটবেই ।
16:22 February 06
কিষান সম্মান নিধি থেকে শুরু করে আয়ুষ্মান ভারত... বিভিন্ন ইশুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন নাড্ডা ।
16:22 February 06
মমতা ও অভিষেককে আক্রমণ নাড্ডার । আমার ব়্যালি হলেই পিসি-ভাইপোর পোস্টার । বাংলার সংস্কৃতি বোঝার ক্ষমতা মমতার নেই ।
16:17 February 06
জে পি নাড্ডা বলেন, "তোলাবাজি, তোষণ করে সরকার চলছে । বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, এই সরকারকে তাড়াতে হবে । এই পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন হবে না । এই পরিবর্তনে বিচারধারার পরিবর্তন হবে । প্রশাসনের রাজনীতিকরণ করেছে তৃণমূল । রাজ্যের 5 জায়গা থেকে পরিবর্তন যাত্রার সূচনা হবে । মমতা শুধু নেতিবাচক রাজনীতি করছে । "
16:13 February 06
"বাংলার মানুষের জাগরণে পরিবর্তন যাত্রা । এই মা-মাটি-মানুষের সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে । বাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলছে ।" নবদ্বীপে চটির মাঠ থেকে বললেন জে পি নাড্ডা
16:10 February 06
চটির মাঠে বক্তব্য রাখছেন জে পি নাড্ডা । "সবাইকে নমষ্কার", পরিবর্তন যাত্রার সূচনায় এসে বাংলায় বললেন জে পি নাড্ডা । বললেন, "এটা পরিবর্তন যাত্রার শুরু হচ্ছে ।"
16:00 February 06
নবদ্বীপের চটির মাঠে পৌঁছালেন জে পি নাড্ডা । চটির মাঠের সভামঞ্চে বক্তব্য রাখবেন তিনি । রথের আদলে সাজানো হয়েছে পরিবর্তন যাত্রার বিশেষ ট্যাবলো । জে পি নাড্ডার হাত ধরে আজ পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি ।
15:44 February 06
চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন শেষে চটির মাঠের উদ্দেশে রওনা নাড্ডার । আর কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন যাত্রার মঞ্চে বক্তব্য রাখবেন তিনি ।
15:43 February 06
পরিবর্তন যাত্রায় বক্তব্য রাখছেন কৈলাস বিজয়বর্গীয় ।
15:36 February 06
নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করলেন জে পি নাড্ডা । শচীমাতা মন্দিরে পুজো দেন তিনি ।
15:26 February 06
নবদ্বীপে শুরু পরিবর্তন যাত্রা । বক্তব্য রাখছেন মকুল রায় । মঞ্চে রয়েছেন রাজ্য বিজেপির অন্যান্য নেতারাও । আর কিছুক্ষণের মধ্যেই নবদ্বীপে এসে পৌঁছাবেন নাড্ডা । চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনের পর নবদ্বীপে পরিবর্তন যাত্রায় নেতৃত্ব দেবেন তিনি ।
15:19 February 06
নবদ্বীপে পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে বক্তব্য রাখছেন রাহুল সিনহা । রয়েছেন রাজ্য বিজেপির অন্যান্য নেতারাও ।
15:16 February 06
আর কিছুক্ষণের মধ্যেই নবদ্বীপে এসে পৌঁছাবেন জে পি নাড্ডা ।
15:15 February 06
নবদ্বীপে পরিবর্তন যাত্রায় বক্তব্য রাখছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় ।
14:42 February 06
মালদার কর্মসূচি শেষ করে নদিয়ার পথে জে পি নাড্ডা । নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রা (রথযাত্রার) আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন তিনি ।
14:26 February 06
রবীন্দ্র মোড়ের পথে নাড্ডা
জে পি নাড্ডার ব়্যালি রবীন্দ্র মোড়ের পথে ৷
14:22 February 06
রাজ্য়ে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে : নাড্ডা
তৃণমূলকে আক্রমণ নাড্ডার ৷ বললেন, রাজ্য়ে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে ৷
14:17 February 06
সবখানে পিসি-ভাইপোর ছবি, ভাঙা বাংলায় ব়্যালি থেকে কটাক্ষ নাড্ডার
সবখানে পিসি-ভাইপোর ছবি, ভাঙা বাংলায় ব়্যালি থেকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ৷
14:16 February 06
কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার কৃষকরা বঞ্চিত: নাড্ডা
কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার কৃষকরা বঞ্চিত হয়েছেন ৷ বললেন জে পি নাড্ডা ৷
14:14 February 06
বাংলার সরকারকে উপড়ে পেলে দেবে মানুষ: নাড্ডা
বাংলার সরকারকে উপড়ে পেলে দেবে মানুষ ৷ ব়্যালি থেকে হুঙ্কার জে পি নাড্ডার৷
14:08 February 06
নাড্ডার রোড শো-তে উপচে পড়া ভিড়
নাড্ডার রোড শো-তে উপচে পড়া ভিড় ৷ হলুদ গাদা ফুলে সাজানো গাড়ি ৷ সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ ৷
14:06 February 06
ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র মোড় অবধি রোড শো
ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র মোড় অবধি রোড শো ৷ নাড্ডার সঙ্গে এক গাড়িতে রয়েছেন দিলীপ ঘোষ ৷
14:04 February 06
রোড শো-তে জে পি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষ
মালদা ফোয়ারা মোড় থেকে শুরু হয়েছে রোড শো ৷ জে পি নাড্ডার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ ৷
14:02 February 06
ফোয়ারা মোড়ে "আর নয় অন্যায়" ব়্যালিতে জেপি নাড্ডা, শুরু হয়ে গেল রোড শো
মালদা ফোয়ারা মোড়ে "আর নয় অন্যায়" ব়্যালিতে জেপি নাড্ডা ৷ শুরু হয়ে গেল রোড শো ৷
14:00 February 06
ফোয়ারা মোড়ে রোড শো-তে জেপি নাড্ডা
কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরে মালদা ফোয়ার মোড়ে রোড শো-তে নাড্ডা ৷
13:06 February 06
সহভোজ মেনু খিচুড়ি, পালংশাক ও চাটনি
সাহাপুরে কৃষকদের সঙ্গে সহভোজ করছেন নাড্ডা ৷ মেনু খিচুড়ি, পালংশাক ও চাটনি ৷
13:03 February 06
এরপর ফোয়ারা মোড় থেকে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির মেগা ব়্যালি
সাহাপুরে কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন জে পি নাড্ডা ৷ এরপর ফোয়ারা মোড় থেকে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির মেগা ব়্যালি ৷
13:02 February 06
কৃষকদের সঙ্গে সহভোজ করছেন জে পি নাড্ডা
মালদার সাহাপুরে কৃষকদের সঙ্গে সহভোজ করছেন জে পি নাড্ডা ৷ সহভোজে আছেন দিলীপ ঘোষ সহ রাজ্য নেতৃত্ব ৷
12:54 February 06
বক্তৃতা শেষ করে সহভোজ অনুষ্ঠানে জে পি নাড্ডা
বক্তৃতা শেষ করে সাহাপুরের কৃষকদের সহভোজ অনুষ্ঠানে পৌঁছালেন জে পি নাড্ডা ৷
12:51 February 06
বাংলায় পদ্ম ফুটবে: নাড্ডা
বাংলার পদ্ম ফুটবে ৷ বললেন আত্মবিশ্বাসী জে পি নাড্ডা৷
12:49 February 06
আমি যেখানেই দেখি পিসি আর ভাইপোর ছবি: নাড্ডা
আমি যেখানেই দেখি পিসি আর ভাইপোর ছবি৷
12:47 February 06
জয় শ্রী রাম নিয়ে মমতাকে কটাক্ষ নাড্ডার
জয় শ্রী রাম নিয়ে মমতাকে কটাক্ষ নাড্ডার ৷ মমতা রেগে যান কেন ? বললেন নাড্ডা ৷
12:45 February 06
কৃষকদের সঙ্গে অন্যায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়: নাড্ডা
কৃষকদের সঙ্গে অন্যায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়: নাড্ডা
12:44 February 06
কৃষকদের সঙ্গে সহভোজ করব আমি: নাড্ডা
জেপি নাড্ডা বললেন কৃষকদের সঙ্গে সহভোজ করব আমি ৷ বললেন জে পি নাড্ডা ৷
12:43 February 06
সাহাপুরে সভায় বক্তৃতা দিচ্ছেন জে পি নাড্ডা
দিলীপ ঘোষের সংক্ষিপ্ত বক্তৃতার পর সাহাপুরে সভায় বক্তৃতা শুরু করলেন জে পি নাড্ডা ৷
12:40 February 06
কৃষকদের অধিকার আছে টাকা পাওয়ার: দিলীপ ঘোষ
সাহাপুরের সভামঞ্চ থেকে দিলীপ ঘোষ বললেন কৃষকদের অধিকার আছে টাকা পাওয়ার ৷ নরেন্দ্র মোদি সেই ব্যবস্থা করবেন ৷
12:37 February 06
সাহাপুরের সভামঞ্চে জেপি নাড্ডা, সভায় বক্তৃতা দিচ্চেন দিলীপ ঘোষ
সাহাপুরের সভামঞ্চে জেপি নাড্ডা ৷ এখন সভমঞ্চে বক্তৃতা দিচ্ছেন দিলীপ ঘোষ ৷ এরপর কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন নাড্ডা৷
12:29 February 06
সাহাপুরে জেপি নাড্ডা
সাহাপুরে কৃষকদের সঙ্গে সহভোজ করবেন জে পি নাড্ডা ৷ পরে মালদা শহরের ফোয়ারা মোড় থেকে রোড-শো করবেন ৷
12:22 February 06
সাহাপুরের পথে জেপি নাড্ডা
মালদায় এসে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ সকাল 11টা 45 মিনিটে কপ্টারে মালদার হেলিপ্যাডে নামেন তিনি ৷ সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ হেলিপ্যাড থেকে মাধবনগরের সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার রিসার্চ সেন্টারের উদ্দেশে রওনা হন তিনি ৷ এরপর সাহাপুরে কৃষকদের সঙ্গে সহভোজ করবেন নাড্ডাজি ৷ পরে মালদা শহরের ফোয়ারা মোড় থেকে রোড-শো করবেন ৷
12:03 February 06
মালদায় এসে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
মালদায় এসে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ সকাল 11টা 45 মিনিটে কপ্টারে মালদা হেলিপ্যাডে নামেন তিনি ৷ সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ হেলিপ্যাড থেকে মাধবনগরের সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার রিসার্চ সেন্টারের উদ্দেশে রওনা হন তিনি ৷ এরপর সাহাপুরে কৃষকদের সঙ্গে সহভোজ করবেন নাড্ডাজি ৷ পরে মালদা শহরের ফোয়ারা মোড় থেকে রোড-শো করবেন ৷