মালদা, 15 অক্টোবর:অবশেষে দেওঘরের জামতারা গ্যাংয়ের লিংকম্যানের হদিশ পেল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। একটি অনলাইন প্রতারণার ঘটনার তদন্তে নেমে গতকাল, শনিবার কালিয়াচক থেকে জামতারা গ্যাংয়ের ওই লিংকম্যানকে গ্রেফতার করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতকে আজ, রবিবার পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
মালদা সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে, গতকাল মাধবনগরের এক বাসিন্দা 20 হাজার টাকার প্রতারণার অভিযোগ জানান। পুলিশি অভিযোগে ওই ব্যক্তি জানিয়েছেন, চার-পাঁচ মাস আগে ব্যাংকের কর্মী সেজে এক ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করেন। তাঁর সিভিল স্কোর ভালো হওয়ায় বিনামূল্যে তাঁকে একটি ক্রেডিট কার্ড দেওয়া হয়। সেই ক্রেডিট কার্ডে কোনও চার্জ লাগবে না-বলেও তাঁকে জানানো হয়েছিল। তবে তিন মাস পর থেকে চার্জ নেওয়ার কথা জানানো হলে তিনি সেই কার্ড ব্যবহার করা বন্ধ করে দেন।
এরপর ব্যাংকের ম্যানেজারের নাম করে ফোন যায় তাঁর কাছে। সারা বছর সুদ ছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার ও কার্ডের লিমিট বাড়িয়ে দেওয়ার প্রলোভন দিয়ে তাঁর আধার কার্ডের তথ্য ও ওটিপি হাতিয়ে নেওয়া হয়। এরপরই তিনি লক্ষ্য করেন তাঁর ক্রেডিট কার্ড দিয়ে 20 হাজার টাকার ইলেকট্রিক বিল পেমেন্ট করা হয়েছে। এরপরেই প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি। ঘটনার তদন্তে নেমে সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মুর্শিদাবাদের রানিনগর এলাকার এক ব্যক্তির ইলেকট্রিক বিল পেমেন্ট করা হয়েছে।