পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jamtara Gang: গ্রেফতার অনলাইন প্রতারণার চক্রের কুখ্যাত জামতারা গ্যাংয়ের লিংকম্যান - মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ

ধৃতকে জেরা করে এই গ্যাংয়ের হদিশ পেতে মরিয়া মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। মালদা জেলায় এই গ্যাংয়ের আরও কোনও এজেন্ট রয়েছে কি না, কীভাবে এই চক্র কাজ করছে তা জানতেই ধৃত আবদুল্লাকে নিজেদের হেফাজতে নেবে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 6:14 PM IST

ধৃত আবদুল্লা

মালদা, 15 অক্টোবর:অবশেষে দেওঘরের জামতারা গ্যাংয়ের লিংকম্যানের হদিশ পেল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। একটি অনলাইন প্রতারণার ঘটনার তদন্তে নেমে গতকাল, শনিবার কালিয়াচক থেকে জামতারা গ্যাংয়ের ওই লিংকম্যানকে গ্রেফতার করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতকে আজ, রবিবার পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

মালদা সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে, গতকাল মাধবনগরের এক বাসিন্দা 20 হাজার টাকার প্রতারণার অভিযোগ জানান। পুলিশি অভিযোগে ওই ব্যক্তি জানিয়েছেন, চার-পাঁচ মাস আগে ব্যাংকের কর্মী সেজে এক ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করেন। তাঁর সিভিল স্কোর ভালো হওয়ায় বিনামূল্যে তাঁকে একটি ক্রেডিট কার্ড দেওয়া হয়। সেই ক্রেডিট কার্ডে কোনও চার্জ লাগবে না-বলেও তাঁকে জানানো হয়েছিল। তবে তিন মাস পর থেকে চার্জ নেওয়ার কথা জানানো হলে তিনি সেই কার্ড ব্যবহার করা বন্ধ করে দেন।

এরপর ব্যাংকের ম্যানেজারের নাম করে ফোন যায় তাঁর কাছে। সারা বছর সুদ ছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার ও কার্ডের লিমিট বাড়িয়ে দেওয়ার প্রলোভন দিয়ে তাঁর আধার কার্ডের তথ্য ও ওটিপি হাতিয়ে নেওয়া হয়। এরপরই তিনি লক্ষ্য করেন তাঁর ক্রেডিট কার্ড দিয়ে 20 হাজার টাকার ইলেকট্রিক বিল পেমেন্ট করা হয়েছে। এরপরেই প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি। ঘটনার তদন্তে নেমে সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মুর্শিদাবাদের রানিনগর এলাকার এক ব্যক্তির ইলেকট্রিক বিল পেমেন্ট করা হয়েছে।

মুর্শিদাবাদের ওই ব্যক্তিকে জেরা করে উঠে আসে এক কাস্টমার সার্ভিস পয়েন্টের (সিএসপি) নাম। ওই সিএসপি মালিক তদন্তকারী অফিসারদের জানান, কালিয়াচকের হাটখোলা এলাকার বাসিন্দা মহম্মদ আবদুল্লা (42) এই সিএসপির ডিস্ট্রিবিউটর। তার মাধ্যম দিয়েই সমস্ত টাকার লেনদেন হয়। এরপরই সাইবার ক্রাইম থানার পুলিশ আবদুল্লাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওঘরের জামতারা গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে থাকার নানা তথ্য উঠে আসে পুলিশের হাতে। এই গ্যাংয়ের এক ব্যক্তির নামও তদন্তকারী অফিসাদের জানিয়েছে আবদুল্লা।

ধৃতকে জেরা করে এই গ্যাংয়ের হদিশ পেতে মরিয়া মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। মালদা জেলায় এই গ্যাংয়ের আরও কোনও এজেন্ট রয়েছে কি না, কীভাবে এই চক্র কাজ করছে তা জানতে ধৃতকে আজ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।এসডিপিও কালিয়াচক সম্ভব জৈন জানান, অনলাইন প্রতারণা চক্রের অভিযোগের ভিত্তিতে গতকাল কালিয়াচক থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির অনলাইন প্রতারণা চক্রের একটি বড় গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার কিছু তথ্য হাতে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই এনিয়ে কিছু বলা যাবে না।

আরও পড়ুন:অস্ত্র কারখানার হদিশ জয়নগরে, দু'কামরার ঘরে চলছিল ব্যবসা; ক্রেতা সেজে পর্দাফাঁস পুলিশেরন

ABOUT THE AUTHOR

...view details