মালদা, 27 মার্চ : অভিনব উদ্যোগ নিলেন মালদা থানার আইসি হীরক বিশ্বাস । উদ্যোগ নিয়ে লকআপের বন্দিদের জন্য গ্রন্থাগার খুলে ফেললেন তিনি (Library in Malda PS) । শুধু তাই নয়, সাধারণ মানুষও কথাও ভেবেছেন তিনি ৷ রবিবার মালদা থানায় দুটি লাইব্রেরির উদ্বোধন করলেন পুলিশ সুপার অমিতাভ মাইতি । মালদায় পুলিশ স্টেশনের ভেতরে লাইব্রেরি তৈরির উদ্যোগ এই প্রথম ৷ মূলত বাংলা বই দিয়ে সাজানো হয়েছে গ্রন্থাগারের শো-কেস ৷ রয়েছে গল্প, উপন্যাস ও নাটক সংক্রান্ত বই ৷ মনীষীদের জীবন কাহিনী, তাঁদের আদর্শ সংক্রান্ত বইও পাওয়া যাবে এখানে ৷
পুলিশ সুপার এ বিষয়ে বলেন, "অভিনব উদ্যোগ নিয়েছেন মালদা থানার আইসি হীরক বিশ্বাস। থানার লক আপের ঠিক বাইরেই একটি ছোট শো-কেস তৈরি করা হয়েছে । সেখানে বেশ কিছু বই সাজিয়ে রাখা হয়েছে । এক কথায়, খানিকটা একটা ছোট লাইব্রেরি তৈরি করার চেষ্টা করেছেন তিনি । এর কারণ একটাই । লক আপে কখনও একদিন, কখনও বা একাধিক দিন আসামিদের রাখতে হয়। কোনও আসামি যদি মনে করে, বই পড়ে সে সময় কাটাবে ৷ তবে তাদের চাহিদামতো বই দেওয়া হবে । এই ছোট্ট লাইব্রেরি তাদের কাজে আসবে ৷"