পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-র ভার্চুয়াল সভার প্রতিবাদে মালদায় বামফ্রন্টের বিক্ষোভ - Corona

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে । সাধারণ মানুষ বিপাকে । শ্রমিকদের অবস্থা আরও খারাপ । সেই সব দিকে নজর না দিয়ে BJP এখন রাজনীতি করছে । এই অভিযোগ মালদা জেলা বামফ্রন্ট নেতৃত্বের ।

malda
ভার্চুয়াল সভার প্রতিবাদে মালদায় বামফ্রন্টের বিক্ষোভ

By

Published : Jun 10, 2020, 11:59 AM IST

মালদা, 10 : ভার্চুয়াল সভা করেছেন BJP-এর প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই সভার প্রতিবাদে মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সমাবেশ করল বামফ্রন্ট নেতৃত্ব । গতকাল মালদা শহরের পাশাপাশি চাঁচল, হরিশ্চন্দ্রপুর, পুরাতন মালদা-সহ জেলার সমস্ত ব্লকে বামফ্রন্টের সংগঠনগুলির পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয় ।

মালদা শহরের রাজ হোটেল মোড়ে প্রতিবাদ সভা করে RSP। এই দলের জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে বলেন, “দেশের কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। দিনের পর দিন কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিযায়ী শ্রমিকদের কোরোনা পরীক্ষা করা হচ্ছে না। দেশের অর্থনীতি ধসে পড়ছে। দেশের অর্থনীতির দুরাবস্থার জন্যও দায়ি কেন্দ্রীয় সরকার। সেই কেন্দ্রীয় সরকার এখন দেশের পরিস্থিতি না সামলে নির্বাচনী প্রচার শুরু করেছে। আমাদের দাবি, অবিলম্বে নির্বাচনী প্রচার বন্ধ করে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার। শ্রমিকদের পর্যাপ্ত খাদ্যসামগ্রী দেওয়া হক। কোরোনার পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা হোক।”

তিনি আরও বলেন, “CAA, NPR, NRC এই তিন আইনের প্রতিবাদে সরব হওয়া প্রতিটি মানুষের ওপর নির্যাতন করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বিরোধীতা করলেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতির মোকাবিলার বদলে কেন্দ্রীয় সরকার এখন নির্বাচনি প্রচারে নেমেছে। কেন্দ্রীয় সরকারের এই মনোভাবের বিরোধীতায় আমরা বিক্ষোভ সমাবেশ করছি।”

ABOUT THE AUTHOR

...view details