মালদা, 28 জানুয়ারি: নাটকীয় । প্রবল ঠাণ্ডায় চৌরাস্তার মোড়ে পৌর নির্বাচনের জন্য আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট নেতৃত্ব (Left Front Candidate List) । সেই প্রার্থী তালিকায় ভিড় তরুণ মুখের । তবে বাইশের পৌর নির্বাচনে মালদায় বাম-কংগ্রেসের জোট যে হচ্ছে না, তা আগেই জানিয়ে দিয়েছিল ইটিভি ভারত । তবে সবার প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করে শুক্রবার বাকিদের থেকে যেন কিছুটা এগিয়ে গেল লাল পার্টি ।
এদিন রাতে মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে ইংরেজবাজার পৌরসভার জন্য আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র । এই পৌরসভার 29টি ওয়ার্ডের মধ্যে 16টির প্রার্থী তালিকা এদিন ঘোষণা করা হয়েছে । এই প্রার্থীদের সিংহভাগই নতুন প্রজন্মের। এতে বাম কর্মী-সমর্থকরাও সন্তোষ প্রকাশ করেছেন । প্রার্থী তালিকা ঘোষণার পর অম্বর মিত্র বলেন, “আজ 16 জনের যে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তার মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন । তালিকার 14 জনই একেবারে নতুন মুখ । সবাই নতুন প্রজন্মের । পৌর পরিচালনার অভিজ্ঞতা থাকা দু’জনকেও এবার প্রার্থী করা হয়েছে । আমরা এবার শহরবাসীকে তরুণদের পৌরসভা উপহার দিতে চাইছি । তালিকায় থাকা কয়েকজন প্রার্থী রেড ভলান্টিয়ারের সদস্য হিসাবে করোনাকালে মানুষের পাশে ছুটে গিয়েছেন ৷ বাকি 13 জন প্রার্থীরাও মূলত নতুন প্রজন্মের হবেন । তাঁদের মধ্যেও অনেক মহিলা থাকবেন । খুব তাড়াতাড়ি আমরা সেই 13 জনের নামও ঘোষণা করে দেব । সেদিনই পুরাতন মালদা পৌরসভার 20টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ।”