পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Left-Congress Alliance: আর বামেদের হাত ধরে নয়, পৌর নির্বাচনে একলা লড়তে চায় কংগ্রেস - Indian Secular Front

বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর থেকেই ‘একলা চলো’ নীতির পক্ষে সওয়াল উঠছে বাম-কংগ্রেস (Left Congress Allince) দুই শিবিরেই । পৌরসভা নির্বাচনের আগে সেই দাবিকে সমর্থন করতে দেখা গিয়েছে অধীর রঞ্জন চৌধুরীকেও (Adhir Ranjan Chowdhury)।

Left and congress may go solo for upcoming municipal election breaking years long alliance
মালদা পৌরসভা নির্বাচনে এক লড়তে চায় কংগ্রেস ।

By

Published : Nov 23, 2021, 8:50 PM IST

Updated : Nov 23, 2021, 9:00 PM IST

মালদা, 23 নভেম্বর: বিধানসভা নির্বাচন পর্ব এখন ইতিহাস । আসন্ন পৌর নির্বাচনে ‘একলা চলো’ নীতি নিয়েই চলবে কংগ্রেস ৷ শুধু কলকাতা এবং হাওড়া নয়, জেলা পৌরসভা নির্বাচনেও বামেদের হাত ছেড়ে (Left-Congress Alliance) একাই লড়বে দলে ৷ জেলায় পৌর নিরবাচনের (Malda Municipal Election) আগে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) দাওয়াইয়ে ভরসা রেখে এ বার এমনটাই জানিয়ে দিল মালদা কংগ্রেস ৷ ইংরেজবাজারের 29টি ও পুরাতন মালদায় 20টি ওয়ার্ডে একা লড়াই করার পক্ষে তারা ৷

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে বৈঠক সেরে পেলেছেন মালদা জেলার কংগ্রেস নেতৃত্ব ৷ যদিও এ নিয়ে প্রশ্ন করলে সাবধানী জবাব দেন দলের নেতা ইশা খান চৌধুরী ৷ তিনি বলেন, ‘‘আমরা এখনও জোট নিয়ে সিদ্ধান্ত নিইনি ৷ আলোচনা চলছে ৷ তবে প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশ মেনেই চলব ৷ নিজেদের ক্ষমতাটাও জানা প্রয়োজন আমাদের ৷ জোটে লড়লে পায়ের তলার মাটি কতটা শক্ত, তা জানা সম্ভব নয় ৷’’

আরও পড়ুন:Cooch Behar TMC Clash: কর্মাধ্যক্ষ বহিষ্কার ইস্যুতে ফের জেলা সভাপতিকে তোপ তৃণমূল বিধায়কের

পৌর নির্বাচনে একা লড়া নিয়ে আলোচনার প্রসঙ্গ তুললে ইশা বলেন, ‘‘এক দফা আলোচনা হয়েছে বটে আমাদের ৷ তাতে অধিকাংশ নেতা-সদস্যই একা লড়ার পক্ষে সওয়াল করেছেন ৷ কারণ একা লড়লেও জেলার দুই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিজেদের প্রার্থী দিতে পারব আমরা ৷ তবে পরিস্থিতি যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ আলোচনা হবে হাইকম্যান্ডের সঙ্গেও ৷’’

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে, জেলা বামফ্রন্টের আহ্বায়ক সদস্য অম্বর মিত্র বলেন, ‘‘বাম-কংগ্রেসের নির্বাচনী বোঝাপড়া হয়েছিল, জোট নয় ৷ সংযুক্ত মোর্চা ছেড়ে যে কোনও দল একলা চলতেই পারে । বামফ্রন্টও জেলার দুই পৌরসভায় একা লড়তে প্রস্তুত ৷ শুধু পৌর নির্বাচন নয়, আগামী দিনে প্রতিটি ভোটেই বামফ্রন্ট একা লড়াই করবে । বিজেপি-কে রুখতে সকলে মিলে সংযুক্ত মোর্চা গড়ে তোলা হয়েছিল । কংগ্রেস যদি এখন মোর্চায় না থাকতে চায়, সেটা তাদের নিজেদের সিদ্ধান্ত । এর সঙ্গে ভোটে ফলাফলের কোনও যোগ নেই ৷ কংগ্রেসের সঙ্গে বামেদের শুধুই আসনের রফা হয়েছিল । কংগ্রেস একলা চলো নীতি নিলে, বামফ্রন্টও একাই লড়বে ৷”

আর বামেদের হাত ধরে নয়, পৌর নির্বাচনে একলা লড়তে চায় কংগ্রেস

আরও পড়ুন:Howrah TMC Leader Murder : হাওড়ার তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদককে গুলি করে খুন

2015 সাল থেকে বামেদের সঙ্গে গাঁটছড়া বেঁধে নির্বাচনে লড়ে আসছে কংগ্রেস । এই মালদা জেলা থেকেই তাদের জোটের সূত্রপাত ৷ বিধানসভা এবং লোকসভা নির্বাচনেও তার ব্যাতিক্রম হয়নি ৷ 2021-এর বিধানসভা ভোটে এই জোটে সামিল হয় আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) ৷ কিন্তু ত্রয়ী মিলেও বিধানসভা নির্বাচনে কোনও দাগই কাটতে পারেনি ৷ আইএসএফ যা-ও বা একটি আসন পেয়েছে, বাম-কংগ্রেস নেমে গিয়েছে শূন্যে ৷

এর পর থেকেই বাম এবং কংগ্রেসে ‘একলা চলো’ নীতির পক্ষে সওয়াল ওঠে ৷ অধীর নিজে সেই নীতিতে সমর্থন জানান ৷ পৌর নির্বাচনের আগেও তাই সেই নীতির পক্ষে সওয়াল আসতে চলেছে জেলা থেকেও ৷

Last Updated : Nov 23, 2021, 9:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details