মালদা, 14 জানুয়ারি : সরকারি শ্রমিক মেলায় বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশি রোষের মুখে পড়ল বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি ৷ বিক্ষোভকারী বাম শ্রমিক নেতা ও কর্মীদের আটক করে পুলিশ ৷ যদিও পরে সবাইকে ছেড়ে দেওয়া হয় ৷ আজ বিকেলে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ায় ৷
আজ থেকেই পুরাতন মালদার তাঁতিপাড়া মাঠে শুরু হয়েছে রাজ্য সরকারের শ্রমিক মেলা ৷ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন সহ জেলা প্রশাসন ও পঞ্চায়েত দপ্তরের কর্তারা ৷ বিকেল নাগাদ মাঠের অদূরে বিক্ষোভ মিছিল নিয়ে আসতে দেখা যায় বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বকে ৷ ছিলেন বাম শ্রমিক নেতা নুরুল ইসলাম, আরএসপি নেতা সর্বানন্দ পাণ্ডে, ইনটাকের জেলা সভানেত্রী লক্ষ্মী গুহ সহ আরো অনেকে ৷
মেলার মাঠের সামনে আসার আগেই সেই মিছিল আটকাতে তৎপর হয় মালদা থানার পুলিশ ৷ পুলিশকর্মীরা প্রথমে বিক্ষোভকারীদের মিছিল ঘুরিয়ে নেওয়ার আবেদন জানান ৷ যদিও সেই আবেদনে সাড়া দেয়নি কেউ ৷ এরপরেই মিছিলে অংশ নেওয়া প্রত্যেককে আটক করে পুলিশ ৷