মালদা, 11 জুলাই: ইংরেজবাজার ব্লকের ভোটগণনা কেন্দ্রের বাইরে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ৷ গণনা কেন্দ্রের বাইরে জমায়েত করা লোকজনকে সরাতে লাঠিচার্জ করা হয় বলে খবর ৷ গণনা কেন্দ্র থেকে 100 মিটার দূরে সরিয়ে দেওয়া হয় ওই ভিড়কে ৷ জানা গিয়েছে, শাসকদল-সহ বিরোধী দলগুলির কর্মী সমর্থকরা ইংরেজবাজার ব্লকের গণনা কেন্দ্র মালদা জেলা স্কুলের সামনে ভিড় করেছিলেন ৷ যার জেরে গণনা শুরু করার জন্য আধিকারিক এবং কাউন্টিং এজেন্টরা ভিতরে প্রবেশ করতে পারছিলেন না ৷
নির্ধারিত সময়ে ভোটগণনা শুরু করা যায়নি মালদার ইংরেজবাজার ব্লকের গণনা কেন্দ্রে ৷ অভিযোগ কাউন্টিং এজেন্ট-সহ আধিকারিকরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন ৷ এরই মধ্যে গণনাকেন্দ্রের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভিড় করতে থাকেন ৷ এর ফলে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় গণনাকেন্দ্রের বাইরে ৷ ফলে সঠিক সময়ে গণনা শুরু করা যায়নি ৷ তবে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এর পর মাঠে নামে ৷ তারা লাঠিচার্জ করে গণনাকেন্দ্রের প্রবেশদ্বারের সামনে জমায়েত করা ভিড়কে সরিয়ে দেয় ৷ এর পর ধীরে ধীরে সব দলের কাউন্টিং এজেন্টরা ভিতরে ঢুকতে শুরু করে ৷