পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের BJP তে মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান

সূত্রের খবর, গত বছর নভেম্বর মাসে BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরাম হাঁসদা ও উপপ্রধান প্রভুনাথ দুবে ৷ আজ ফের BJP তে যোগ দিলেন তাঁরা ৷

party_change_
লক্ষ্মীরাম হাঁসদার bjp তে যোগদান

By

Published : Aug 14, 2020, 8:25 PM IST

মালদা, 14 অগাস্ট : একদিকে চলছে দলে ফেরার পালা ৷ আর অন্যদিকে, এক মহিলা থানায় অভিযোগ দায়ের করেন অপহরণের ৷ দাবি তাঁর স্বামীকে বুকে পিস্তল ঠেকিয়ে অপহরণ করা হয়েছে ৷ পাল্টা BJP-এর দাবি, ওই মহিলা ও তাঁর মেয়েকে অপহরণ করে মিথ্যে অভিযোগ দায়ের করার জন্য হুমকি দেওয়া হয়েছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূল-BJP বিবাদ চরমে উঠেছে ৷ ঘটনাস্থান মালদা জেলা ৷ জেলার ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান গত কয়েকমাস আগে BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ৷ এদিন ফের তাঁরা BJP-তে যোগ দেন ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু বিবাদ ৷

সূত্রের খবর, গত বছর নভেম্বর মাসে BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরাম হাঁসদা ও উপপ্রধান প্রভুনাথ দুবে ৷ লক্ষ্মীরাম হাঁসদা সে সময় দাবি করেন, "পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্মে BJP-এর নেতারা কমিশন দাবি করছেন ৷ তাতেই দলের উপর বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷" তাঁদের দলবদলে স্বাভাবিকভাবেই ওই গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয় BJP -এর ৷ তবে, আজ লক্ষ্মীরাম হাঁসদা ও প্রভুনাথ দুবে BJPতে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েত ফের দখলে পেতে চলেছে গেরুয়া শিবির ৷

BJP-এর জেলা দপ্তরে দলের জেলা সভাপতি গোবিন্দ্রচন্দ্র মণ্ডল বলেন, “BJP-এর টিকিটে জয়ী হওয়া পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান 2019 সালের 11 নভেম্বর তৃণমূলে যোগ দিয়েছিলেন ৷ খুনের হুমকি দিয়ে ও প্ররোচিত করে তৃণমূল তাঁদের নিজেদের দলে যোগদান করায় ৷ পরে নিজেদের ভুল বুঝতে পারেন ৷ আজ তাঁরা ফের BJP-তে ফিরে এসেছেন ৷ এখন ওই গ্রাম পঞ্চায়েতে 14 জনের মধ্যে আমাদের 9 জন সদস্য হল ৷” BJP-তে যোগদানের পর লক্ষ্মীরামবাবু বলেন, “ভুল বুঝিয়ে এবং ভয় দেখিয়ে তৃণমূল আমাদের দু’জনকে তাদের দলে যোগদান করায় ৷ আমরা সেকথা তখন থানাতেও জানিয়েছিলাম ৷ ওই দলের কাজকর্ম আমাদের পছন্দ হয়নি ৷ তাই আজ আমরা ফের নিজেদের পুরোনো ঘরে ফিরে এলাম ৷”

একদিকে যখন BJP -এর পার্টি অফিসে চলেছে দলবদল, ঠিক তখনই মালদা থানায় চলছে অন্য নাটক ৷ থানায় উপস্থিত লক্ষ্মীরামবাবুর স্ত্রী সাওরি সরেন ৷ থানায় লিখিত অভিযোগে তিনি বলেন, "গতকাল রাত সাড়ে 11টা নাগাদ প্রভুনাথ দুবে, বাবল রাজবংশী ও নকুল সরকার একটি ছোট গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায় ৷ হঠাৎ গাড়ি থেকে নেমে আমার স্বামীর বুকে পিস্তল ধরে ৷ এই তিনজন তাঁকে বাড়ি থেকে অপহরণ করে কোনও অজ্ঞাত জায়গায় নিয়ে যায় ৷ এমনকি তাঁকে হুমকিও দেওয়া হয় ৷ তিনি BJP-তে যোগ না দিলে তাঁকে খুন করা হবে ৷ আজ আমি খবর পাই যে আমার স্বামীকে জোর করে BJP-তে যোগদান করানো হচ্ছে ৷"

লক্ষ্মীরাম হাঁসদা কি বললেন , দেখুন ভিডিয়ো

যদিও পুরো বিষয়টিকে তৃণমূলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন BJP-এর জেলা সভাপতি ৷ তিনি বলেন, “এসবই শাসকদলের তৈরি নাটক ৷ তারা লক্ষ্মীরাম হাঁসদাকে দিয়ে অনেক অনৈতিক কাজ করাতে চেয়েছিল ৷ কিন্তু, লক্ষ্মীরামবাবু তাদের কথায় কোনও অনৈতিক কাজ করেননি ৷ আজ তিনি ফের নিজের পুরোনো ঘরে ফিরে এসেছেন ৷ শাসকদলের এতেই গাত্রদাহ হয়েছে ৷ তাই তারা লক্ষ্মীরামবাবুর স্ত্রী ও মেয়েকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে ৷ তাদের হুমকিতে পুলিশের কাছে এই মিথ্যে অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন লক্ষ্মীরামবাবুর স্ত্রী ৷ যথাযথ পুলিশি তদন্ত হলেই সমস্ত ঘটনা সামনে আসবে ৷” তবে এনিয়ে এখনও তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ দলের জেলা নেতা দুলাল সরকার বলেন, “লক্ষ্মীরাম হাঁসদার স্ত্রী এব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ এতে আমাদের দলের কোনও বিষয় নেই ৷ তাই এনিয়ে আমার কোনও প্রতিক্রিয়াও নেই ৷”

ABOUT THE AUTHOR

...view details