পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু শ্রমিকের - labour death

বিহারে কাজ করতে গিয়ে মৃত্যু হল মালদা শ্রমিকের।

আবু কালসার

By

Published : Mar 24, 2019, 12:52 PM IST

মালদা, ২৪ মার্চ : ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। নাম মহম্মদ আবু কালসার (২২)। সে মালদার মঙ্গলবাড়ির বলাতুলি এলাকার বাসিন্দা। আজ সকালে আবুর মৃতদেহ গ্রামে এসে পৌঁছায়।

আবুর আব্বা আলি হোসেন শারীরিক অসুস্থার কারণে কাজ করতে পারেন না। তার আম্মা নুরেসা বিবি গৃহবধূ। ছ'মাস আগে রেলের ইলেকট্রিক পোলের কাজে বিহারের জামালপুরে গিয়েছিল আবু। গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ পোলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। প্রসঙ্গত, এর আগে ভিনরাজ্যে কাজে গিয়ে মালদার ৭জনের মত্যু হয়।

ভিডিয়োয় শুনুন মহম্মদ এমতাজুল হকের বক্তব্য

স্থানীয় এক বাসিন্দা মহম্মদ এমতাজুল হক বলেন, " গতকাল ফোনে আমরা জানতে পারি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আবুর। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। আমরা চাই রাজ্য সরকারের তার পরিবারকে কিছু আর্থিক সাহায্য করুক। রাজ্যে কাজের অভাব রয়েছে। পেটের খিদে মেটাতে বাধ্য হয়ে ভিনরাজ্যে কাজে যেতে হচ্ছে গ্রামের ছেলেদের। রাজ্য সরকারের উচিত এই বেকার ছেলেমেয়েদের কাজের ব্যবস্থা করা।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details