পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Murder in Malda: সাড়ে চার হাজার টাকার জন্য ঠিকাদারকে 'খুন', কাঠগড়ায় পরিযায়ী শ্রমিক - মালদায় খুন

পাওনা টাকার জন্য খুনের অভিযোগ পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে ৷ মালদার চাঁচল 2 নম্বর ব্লকের ঘটনা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 10:56 AM IST

মালদায় ঠিকাদারকে খুনের অভিযোগ

মালদা, 30 অক্টোবর: সাড়ে 4 হাজার টাকার জন্য এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল পরিযায়ী শ্রমিক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ৷ সোমবার ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে ৷ এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মাসিদুর রহমান (40) ৷ তিনি ভিনরাজ্যে শ্রমিক পাঠানোর ঠিকাদার ছিলেন ৷ পরিবার সূত্রে জানা যাচ্ছে, মাসিদুরের সঙ্গেই ব্যবসা করতেন এলাকার আরেক ঠিকাদার ইউনুস আলি ৷ ব্যবসার সূত্রে ইউনিসের কাছে সাড়ে চার লাখ টাকা পেতেন মাসিদুর ৷ দীর্ঘদিন ধরে চাওয়ার পরও সেই টাকা মেটাচ্ছিলেন না ইউনুস ৷ এই নিয়ে গ্রামে কয়েকবার সালিশি সভাও বসে ৷

শেষ সভায় ইউনুস স্বীকার করে নেন, মাসিদুর তাঁর কাছে ওই টাকা পাবেন ৷ কিন্তু আর্থিক সংকটে তিনি সেই টাকা ফেরত দিতে পারছেন না ৷ সভায় তিনি সম্ভাব্য একটি তারিখ দেন ৷ জানান, সেই তারিখেই তিনি মাসিদুরকে টাকা ফেরত দেবেন ৷ যদিও সেই তারিখ পেরিয়ে যাওয়ার পরও তিনি টাকা ফেরত দেননি ৷ এদিকে আর্থিক সংকটে পড়েছিলেন মাসিদুরও ৷ তিনি শ্রমিকদের মজুরি মেটাতে পারছিলেন না ৷ এমনই এক শ্রমিক আনসারুল হক তাঁর কাছে সাড়ে চার হাজার টাকা পেতেন ৷ টাকার জন্য তিনি অনেকবার মাসিদুরের কাছে আবেদন জানান ৷ কিন্তু সেই টাকা দিতে পারেননি মাসিদুর ৷

আরও পড়ুন : ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে তুলকালাম, মালদা মেডিক্যালে ভাঙচুর

এই ঘটনায় মাসিদুরের আত্মীয় সলেমা বিবি বলেন, "আমাদের বাড়ি সামসির কুশরাক্ষা গ্রামে ৷ ননদাই অনেকবারই আমাদের বাড়িতে গিয়ে বলেছিল, সে একজনের কাছে সাড়ে চার লাখ টাকা পাবে ৷ কিন্তু ওই ব্যক্তি ওই টাকা ফেরত দিচ্ছে না ৷ আমার ননদ তাকে চেনে ৷ এদিকে ননদাইয়ের কাছে একজন সাড়ে চার হাজার টাকা পেত ৷ গত পরশু সে ননদাইয়ের খোঁজে তাদের বাড়িতে যায় ৷ ওকে বাড়িতে না পেয়ে ছেলেদের হুমকি দিয়ে জানায়, সারারাত বাড়ির সামনে ও পাহারা দেবে ৷ টাকা না পেলে ননদাইকে খুন করবে ৷ শেষ পর্যন্ত রাত 10টায় এই ঘটনা ঘটে ৷ আমাদের অনুমান, ওই সাড়ে চার হাজার টাকার জন্যই ননদাইকে খুন করা হয়েছে ৷ রাতে শরীরে ছুরির ক্ষত নিয়ে বাড়িতে ফেরে ননদাই ৷ ওকে জলে চুবিয়েও রাখা হয়েছিল ৷ রাতে কোনওরকমে বাড়িতে ফিরে উঠোনেই লুটিয়ে পড়েছিল ৷ তড়িঘড়ি ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু বাঁচানো যায়নি ৷"

মাসিদুরের শ্যালক আবু কালাম বলেন, "জামাইদা ইউনিসের কাছে সাড়ে চার লাখ টাকা পেত ৷ বিষয়টি নিয়ে সালিশি সভাও বসেছিল ৷ আমার এক ভাইও বিচারে ছিল ৷ গতকাল বোনের বাড়িতে দু'জন এসে মাসিদুরের খোঁজ করে ৷ সেই সময় জামাইদা বাড়িতে ছিল না ৷ ওই দু'জন বলে, যে করেই হোক ওরা সাড়ে চার হাজার টাকা আদায় করবে ৷ বেলা তিনটে নাগাদ বোনের সঙ্গে জামাইদার শেষবার ফোনে কথা হয় ৷ রাত 12টা নাগাদ আমরা ঘটনার কথা জানতে পারি ৷ আমাদের অনুমান, জামাইদাকে খুন করা হয়েছে ৷ ওর গলায় ছুরির ক্ষতচিহ্নও আছে ৷ আমরা এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করছি ৷" এই বিষয়ে চাঁচল থানার এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি ৷

আরও পড়ুন : দুর্নীতির গন্ধ! গ্রাহকের বদলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে

ABOUT THE AUTHOR

...view details