মালদা, 29 অগাস্ট : ইংরেজবাজার পৌরসভার বর্তমান চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে গতকালই অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছেন তৃণমূলের 15 জন কাউন্সিলর । তার জেরেই কি কোপ পড়ল নীহার বিরোধী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরির উপর? মালদা জেলা পরিষদের মেন্টর পদ থেকে তাঁর পদত্যাগ করার কথা আজ ছড়িয়ে পড়তেই এনিয়ে জল্পনা ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে । যদিও কৃষ্ণেন্দুবাবু দাবি করেছেন, জেলাপরিষদের মেন্টর পদ থেকে তাঁর পদত্যাগের সঙ্গে পৌরসভার কোনও সম্পর্ক নেই । তিনি বেশ কিছুদিন থেকেই ওই পদ থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন । সেকথা তিনি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলেন । তবে তাঁর এই দাবির পরও রাজনৈতিক জল্পনা কিন্তু থেকেই যাচ্ছে । কৃষ্ণেন্দুবাবুর পদত্যাগ নিয়ে জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সংবাদমাধ্যমের সামনে মুখ না খোলায় সেই জল্পনা আরও পোক্ত হয়েছে ।
উল্লেখ্য, গতকালই ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন 15 জন তৃণমূল কাউন্সিলর । সেই 15 জনের মধ্যে রয়েছেন কৃষ্ণেন্দুবাবুও । মূলত তাঁরই নেতৃত্বে এই প্রস্তাব নিয়ে আসা হয় বলে পৌরসভা সূত্রে খবর । পরোক্ষে সেকথা স্বীকারও করে নেন অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি । এদিকে বিধানসভার অধিবেশন চালু থাকায় এই মুহূর্তে নীহারবাবু কলকাতায় । তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, গতকালই তিনি এই অনাস্থা প্রস্তাব নিয়ে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন । কার নেতৃত্বে তাঁর বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হয়েছে, তাও তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানান । সাম্প্রতিক সময়ে কৃষ্ণেন্দুবাবু দলের শীর্ষ নেতৃত্বের গুডবুকে নেই বলেই তৃণমূল সূত্রে খবর । গোটা ঘটনায় গতকাল দলের শীর্ষ নেতৃত্ব কৃষ্ণেন্দুবাবুকে নাকি সবক শেখানোর সিদ্ধান্ত নেয় । তাঁকে জেলাপরিষদের মেন্টর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । কোনও ভাবে সেকথা জানতে পারেন কৃষ্ণেন্দুবাবু । তাই নিজের মান রাখতে তাঁকে সরানোর আগেই গতকাল সন্ধ্যায় তিনি মেন্টর পদ থেকে পদত্যাগ করেন । নিজের পদত্যাগপত্র তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরেও পাঠিয়ে দেন বলে তাঁর দাবি ।