মালদা, 12 ফেব্রুয়ারি : ভোটের মুখে নিজেদের তপশিলি উপজাতিভুক্ত করার দাবিতে আন্দোলনে নামলেন প্রাচীন কোল জনজাতির মানুষ ৷ শুক্রবার পুরাতন মালদা ব্লক কার্যালয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপিও জমা দেন তাঁরা ৷ ভোটের আগে দাবিপূরণ না হলে আসন্ন বিধানসভা নির্বাচন বয়কটেরও হুঁশিয়ারি দিয়েছেন ‘পশ্চিমবঙ্গ আদিবাসী কোল সমাজসেবা সংঘ’-র রাজ্য সভাপতি ৷ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন বিডিও৷ এদিন বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে কোল জনজাতির কয়েকশো মানুষের উপস্থিতিতে চাঞ্চল্য ছড়ায় ব্লক কার্যালয়ে৷
পশ্চিমবঙ্গ আদিবাসী কোল সমাজসেবা সংঘের বক্তব্য, দেশের আদিম জনজাতি হিসাবে কোলদের নাম অনেক আগে থেকেই উঠে আসে৷ দেশের প্রতিটি রাজ্যে কোলদের তপশিলি উপজাতির মর্যাদা দেওয়া হচ্ছে ৷ শুধুমাত্র পশ্চিমবঙ্গে এখনও কোলদের সেই মর্যাদা দেওয়া হয়নি৷ এতে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধে থেকে বঞ্চিত হচ্ছেন এই রাজ্যের কোলরা৷ তাই তপশিলি উপজাতির মর্যাদা পেতে এদিন পুরাতন মালদা ব্লক অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়৷