ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের মুখে মাস্টারস্ট্রোক শুভেন্দুর, তৃণমূলকে সমর্থন কিষাণজাতি সেবা সমিতির - congress

তৃতীয় দফার নির্বাচনের আগে তৃণমূলের মালদা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর হাত ধরে লোকসভা নির্বাচনে শাসকদলকে সমর্থন করার সিদ্ধান্ত নিল কিষাণজাতি সেবা সমিতি ৷

তৃণমূলকে সমর্থন করবে কিষাণজাতি সেবা সমিতি
author img

By

Published : Apr 20, 2019, 2:55 PM IST

মালদা, ২০ এপ্রিল : ভোটের মুখে তৃণমূলের মালদা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর হাত ধরে লোকসভা নির্বাচনে শাসকদলকে সমর্থন করার সিদ্ধান্ত নিল কিষাণজাতি সেবা সমিতি ৷ আজ পুরাতন মালদার নারায়ণপুরে একটি হোটেলে লোকসভা ভোটে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেন জেলা কিষাণজাতি সেবা সমিতির নেতারা ৷ তৃতীয় দফার নির্বাচনের আগে এই জনগোষ্ঠীর সমর্থন পেয়ে স্বাভাবিকভাবেই উৎফুল্ল শাসকদল ৷ আজ নারায়ণপুরের ওই হোটেলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন, "আগামী ২৩ তারিখ মালদা জেলার দুটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ মালদা সহ উত্তরবঙ্গে কিষাণজাতি সেবা সমিতির কাছে সমর্থনের জন্য আবেদন রেখেছিলাম ৷ এরা সবাই সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল চিহ্নে ভোট দেবে ৷"

কিষাণজাতি সেবা সমিতির সাংগঠনিক শক্তির প্রশংসা করে তিনি বলেন, "আমরা ওদের সাংগঠনিক শক্তিকে শ্রদ্ধা জানাই ৷ গত পঞ্চায়েত ভোটে ওরা নিজেদের সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটিয়েছে ৷ রতুয়া, মানিকচক সহ বেশ কয়েকটি ব্লকে ৫৪টি গ্রাম পঞ্চায়েত ও ৬টি পঞ্চায়েত সমিতির আসনে তাদের সমর্থনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৷ পঞ্চায়েত নির্বাচনের ফলে প্রমাণিত হয়েছে, কিষাণ সম্প্রদায়ের বহু মানুষ কিষাণজাতি সেবা সমিতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ৷ সেই সব মানুষের আস্থার প্ল্যাটফর্ম কিষাণজাতি সেবা সমিতি ৷ মানিকচক পঞ্চায়েত সমিতি ও অনেক গ্রাম পঞ্চায়েত গঠনে এই সমিতির জয়ী প্রার্থীরা কোনও আবেদন ছাড়াই আমাদের সমর্থন করেছেন ৷ তার জন্য আমরা আরও কৃতজ্ঞ ৷"

আজ শুভেন্দুবাবুর সঙ্গে উপস্থিত ছিলেন কিষাণজাতি সেবা সমিতির সভাপতি তারকচন্দ্র দাস, সম্পাদক অসিতকুমার মণ্ডল সহ অন্য নেতৃত্ব ৷ তারকবাবু বলেন, "২০১১ সাল থেকে আমরা নিজেদের দাবি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছি ৷ তিনি অনেকবার আমাদের সঙ্গে দেখা করার কথাও বলেছেন ৷ সময়ের অভাবে যদিও তা হয়নি ৷ মুখ্যমন্ত্রী ও তাঁর দলের প্রতি আমাদের আস্থা রয়েছে ৷ উত্তর ও দক্ষিণ মালদায় আমাদের ১ লাখ ৬০ হাজার ভোট রয়েছে ৷ এর মধ্যে দক্ষিণ মালদা কেন্দ্রেই আমাদের ১ লাখ ২০ হাজার ভোট রয়েছে ৷ আমরা ইতিমধ্যেই নিজেদের সমর্থকদের কাছে তৃণমূলকে সমর্থনের কথা প্রচার করছি ৷ আলাদা জাতিসত্তার দাবি আমাদের দীর্ঘদিনের ৷ সেই দাবি এখনও পূরণ হয়নি ৷ তবে ২০১১ সাল থেকে তার কাজ চলছে ৷"

ABOUT THE AUTHOR

...view details