পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের মুখে মাস্টারস্ট্রোক শুভেন্দুর, তৃণমূলকে সমর্থন কিষাণজাতি সেবা সমিতির

তৃতীয় দফার নির্বাচনের আগে তৃণমূলের মালদা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর হাত ধরে লোকসভা নির্বাচনে শাসকদলকে সমর্থন করার সিদ্ধান্ত নিল কিষাণজাতি সেবা সমিতি ৷

তৃণমূলকে সমর্থন করবে কিষাণজাতি সেবা সমিতি

By

Published : Apr 20, 2019, 2:55 PM IST

মালদা, ২০ এপ্রিল : ভোটের মুখে তৃণমূলের মালদা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর হাত ধরে লোকসভা নির্বাচনে শাসকদলকে সমর্থন করার সিদ্ধান্ত নিল কিষাণজাতি সেবা সমিতি ৷ আজ পুরাতন মালদার নারায়ণপুরে একটি হোটেলে লোকসভা ভোটে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেন জেলা কিষাণজাতি সেবা সমিতির নেতারা ৷ তৃতীয় দফার নির্বাচনের আগে এই জনগোষ্ঠীর সমর্থন পেয়ে স্বাভাবিকভাবেই উৎফুল্ল শাসকদল ৷ আজ নারায়ণপুরের ওই হোটেলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন, "আগামী ২৩ তারিখ মালদা জেলার দুটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ মালদা সহ উত্তরবঙ্গে কিষাণজাতি সেবা সমিতির কাছে সমর্থনের জন্য আবেদন রেখেছিলাম ৷ এরা সবাই সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল চিহ্নে ভোট দেবে ৷"

কিষাণজাতি সেবা সমিতির সাংগঠনিক শক্তির প্রশংসা করে তিনি বলেন, "আমরা ওদের সাংগঠনিক শক্তিকে শ্রদ্ধা জানাই ৷ গত পঞ্চায়েত ভোটে ওরা নিজেদের সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটিয়েছে ৷ রতুয়া, মানিকচক সহ বেশ কয়েকটি ব্লকে ৫৪টি গ্রাম পঞ্চায়েত ও ৬টি পঞ্চায়েত সমিতির আসনে তাদের সমর্থনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৷ পঞ্চায়েত নির্বাচনের ফলে প্রমাণিত হয়েছে, কিষাণ সম্প্রদায়ের বহু মানুষ কিষাণজাতি সেবা সমিতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ৷ সেই সব মানুষের আস্থার প্ল্যাটফর্ম কিষাণজাতি সেবা সমিতি ৷ মানিকচক পঞ্চায়েত সমিতি ও অনেক গ্রাম পঞ্চায়েত গঠনে এই সমিতির জয়ী প্রার্থীরা কোনও আবেদন ছাড়াই আমাদের সমর্থন করেছেন ৷ তার জন্য আমরা আরও কৃতজ্ঞ ৷"

আজ শুভেন্দুবাবুর সঙ্গে উপস্থিত ছিলেন কিষাণজাতি সেবা সমিতির সভাপতি তারকচন্দ্র দাস, সম্পাদক অসিতকুমার মণ্ডল সহ অন্য নেতৃত্ব ৷ তারকবাবু বলেন, "২০১১ সাল থেকে আমরা নিজেদের দাবি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছি ৷ তিনি অনেকবার আমাদের সঙ্গে দেখা করার কথাও বলেছেন ৷ সময়ের অভাবে যদিও তা হয়নি ৷ মুখ্যমন্ত্রী ও তাঁর দলের প্রতি আমাদের আস্থা রয়েছে ৷ উত্তর ও দক্ষিণ মালদায় আমাদের ১ লাখ ৬০ হাজার ভোট রয়েছে ৷ এর মধ্যে দক্ষিণ মালদা কেন্দ্রেই আমাদের ১ লাখ ২০ হাজার ভোট রয়েছে ৷ আমরা ইতিমধ্যেই নিজেদের সমর্থকদের কাছে তৃণমূলকে সমর্থনের কথা প্রচার করছি ৷ আলাদা জাতিসত্তার দাবি আমাদের দীর্ঘদিনের ৷ সেই দাবি এখনও পূরণ হয়নি ৷ তবে ২০১১ সাল থেকে তার কাজ চলছে ৷"

ABOUT THE AUTHOR

...view details