পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kaustav Bagchi's Claim: 2 ক্যাবিনেট মন্ত্রী, তৃণমূলের 2 সাংসদ ও বহু বিধায়ক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন, দাবি কৌস্তভের - মালদার খবর

2 জন ক্যাবিনেট মন্ত্রী, তৃণমূলের 2 জন সাংসদ ও বহু বিধায়ক যোগাযোগ রাখছেন কংগ্রেসের সঙ্গে ৷ মালদায় এমনই দাবি করলেন কৌস্তভ বাগচী ৷

Kaustav Bagchi ETV Bharat
কৌস্তভ বাগচী

By

Published : Apr 2, 2023, 8:10 PM IST

মালদায় কৌস্তভ বাগচী

মালদা, 2 এপ্রিল: রাজ্যের দু'জন ক্যাবিনেট মন্ত্রী কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন । তাঁদের দল ছাড়া শুধু সময়ের অপেক্ষা । এ ছাড়াও তৃণমূলের দু'জন সাংসদ এবং বেশ কয়েকজন বিধায়কও কংগ্রেসের সঙ্গে যোগাযোগে রয়েছেন । মালদায় দলীয় কর্মসূচিতে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী । শুধু তাই নয়, আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রয়োজনে অহিংসার রাজনীতি ত্যাগ করতে পারে বলেও সাফ জানিয়েছেন তিনি । আর রাজু ঝার মৃত্যুতে ইডির তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি ।

আজ দুপুরে কালিয়াচক 1 ব্লকের নওদা যদুপুর এলাকায় কংগ্রেসের যোগদান কর্মসূচি ছিল । এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ আবু হাসেম খান চৌধুরি, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ইশা খান, মোত্তাকিন আলম, অর্জুন হালদার, আসিফ মেহবুব-সহ অন্যান্য নেতৃত্বরা । এ দিনের যোগদান মেলায় প্রায় দুই হাজার মানুষ তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব ।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৌস্তভ বলেন, সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও কংগ্রেস একমাত্র বিকল্প । তৃণমূল বা বিজেপির নকল লড়াই রুখতে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে । মুকুল রায়ের কথা অনুযায়ী, তৃণমূল মানেই বিজেপি; বিজেপি মানেই তৃণমূল । এই ভুল মানুষের ভাঙতে শুরু করেছে । কংগ্রেস যে বিকল্প, মানুষ তা বুঝছে । কংগ্রেস কর্মীদের মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে । এ বার পালটা দেওয়ার পর্ব । কেউ কংগ্রেস কর্মীদের গায়ে হাত দিলে তার ফল অত্যন্ত খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ।

তাঁর কথায়, "আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না । মহাত্মা গান্ধির কথা অনুযায়ী, ভীত হয়ে থাকা অথবা হিংসার মধ্যে কোনওটা বেছে নিতে হলে হিংসা বেছে নাও । আমাদের যখন কেউ ভীতু বা কাপুরুষ ভাববে, আমরা তখন অহিংসার রাজনীতি ধরে বসে থাকার মতো বোকা নই । আমাদের কর্মীদের মারধর করা হলে, তার পালটা দিতে কংগ্রেস কর্মীরা প্রস্তুত রয়েছেন ।"

রাজু ঝায়ের খুনের প্রসঙ্গে আজ কৌস্তভ বলেন, এই হত্যার পেছনে 'পিসি-ভাইপো'র যোগ রয়েছে কি না তা তাঁর জানা নেই ৷ কৌস্তভ বলেন, "অর্জুন সিং বলেছেন, ব্যক্তিগতস্তরে তাঁর পরিচিত ছিল । এ রকম অনেক নেতাদের সঙ্গে রাজু ঝায়ের যোগাযোগ রয়েছে বলে শোনা যায় ।" রাজু গ্যাং ওয়ারে মারা গিয়েছেন, নাকি ইডির তদন্তে তিনি বড় কোনও নাম প্রকাশ্যে নিয়ে আসবেন সেই ভয়ে তাঁকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা উচিত বলে মনে করেন কৌস্তভ ৷

হাওড়ার হিংসা নিয়ে কংগ্রেস নেতা বলেন, বিজেপি এবং তৃণমূল রাজ্যে ধর্মীয় মেরুকরণ তৈরি করার চেষ্টা করছে, তারই ফল হাওড়ার ঘটনা । তিনি দ্রুত হাওড়ায় দ্রুত যাবেন বলে জানিয়েছেন কৌস্তভ ৷

আরও পড়ুন:শহিদ মিনারের মঞ্চে মুখ্যমন্ত্রীকে 'নন্দলাল' বলে কটাক্ষ কৌস্তভ বাগচীর

ABOUT THE AUTHOR

...view details