মালদা, ২৯ নভেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে পাচারের আগেই 626 বোতল ফেনসিডিল-সহ মাদক কারবারের দুই পান্ডাকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ (Kaliachak Pollice arreseted drug dealeras)। সোমবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে স্পেশাল এনডিপিএস আদালতে পেশ করা হয় । কিছুদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল ঝাড়খণ্ড থেকে ফেনসিডিল সংগ্রহ করে বাংলাদেশে পাচারের ছক কষছে কিছু কারবারী । সেই তথ্যের ভিত্তিতেই রবিবার রাতে বালিয়াডাঙা মোড় এলাকায় ফাঁদ পাতে পুলিশের একটি বিশেষ দল ।
Phensedyl Recover from Kaliachak : বাংলাদেশে পাচারের আগেই 626 বোতল ফেনসিডিল-সহ ধৃত দুই কারবারী
626 বোতল ফেনসিডিল-সহ মাদক কারবারের দুই পান্ডাকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দু‘টি মোবাইল ফোন, নগদ 5 হাজার টাকা ও একটি চারচাকার গাড়ি । সোমবার 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে স্পেশাল এনডিপিএস আদালতে পেশ করা হল ধৃতদের ।
ভোররাত নাগাদ একটি গাড়ি আটক করেন তারা । তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় 626 বোতল ফেনসিডিল । গ্রেফতার করা হয় চালক-সহ এক আরোহীকে । ধৃতদের নাম নুর ইসলাম (20) ও গাজি শেখ (30) ৷ দু'জনেই কালিয়াচকের সারদহ গরিবোল্লা এলাকার বাসিন্দা। কালিয়াচক থানার আইসি মদনমোহন রায় জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে হানা দিয়ে বালিয়াডাঙা এলাকা থেকে 626 বোতল-সহ দুই কারবারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দু‘টি মোবাইল ফোন, নগদ 5 হাজার টাকা ও একটি চারচাকার গাড়ি ।
ধৃত নুর ইসলামের বিরুদ্ধে মাদক কারবারের একাধিক অভিযোগ রয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা ঝাড়খণ্ড থেকে ফেনসিডিল সংগ্রহ করে বাংলাদেশে পাচারের ছক কষেছিল । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 21(C)/27A/29 NDPS Act এ মামলা রুজু করা হয়েছে । সোমবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে স্পেশাল এনডিপিএস আদালতে পেশ করা হল ধৃতদের ।