পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিয়াচকে আগ্নেয়াস্ত্রসহ 960 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, ধৃত 3 - মালদার খবর

গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দুটি আলাদা ঘটনায় মোট 960 গ্রাম ব্রাউন সুগার সহ নগদ সাত লাখ 50 হাজার টাকা, একটি অত্যাধুনিক পাইপ গান ও ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেন ৷ দুটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শরিকুল শেখ, রাজিকুল শেখ ও জামান বিশ্বাস নামে তিন ব্যক্তিকে ।

Kaliachak police
কালিয়াচক থানার জোড়া সাফল্য

By

Published : Jun 17, 2020, 6:38 AM IST

মালদা, 16জুন : 24ঘণ্টার মধ্যে জোড়া সাফল্য কালিয়াচক থানার । দুটি ভিন্ন এলাকায় হানা দিয়ে 960 গ্রাম ব্রাউন সুগার, নগদ সাত লাখ 50 হাজার টাকা, একটি অত্যাধুনিক পাইপ গান ও ছয় রাউন্ড তাজা কার্তুজসহ তিন কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মোজমপুর এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে 509 গ্রাম ব্রাউন সুগার ও নগদ সাত লাখ 50 হাজার টাকা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় শরিফুল শেখ (৫৪) ও রাজিকুল শেখ (31) নামে দুই ব্যক্তিকে। ওই ঘটনার 24ঘণ্টার মধ্যেই চাতরা আলিপুর এলাকায় DSP হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথের নেতৃত্বে ফের হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। তথ্য অনুযায়ী এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 451গ্রাম ব্রাউন সুগার, একটি অত্যাধুনিক পাইপ গান ও ছয় রাউন্ড তাজা কার্তুজ । গ্রেপ্তার করা হয় জামান বিশ্বাস (33) নামে এক ব্যক্তিকে।

কালিয়াচক থানার পুলিশ জানান, দুটি আলাদা ঘটনায় মোট 960 গ্রাম ব্রাউন সুগার সহ নগদ সাত লাখ 50হাজার টাকা, একটি অত্যাধুনিক পাইপ গান ও ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে । দুটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শরিকুল শেখ, রাজিকুল শেখ ও জামান বিশ্বাস নামে তিন ব্যক্তিকে । ধৃতরা কালিয়াচক এলাকার বাসিন্দা । শরিকুল ও রাজিকুলের বিরুদ্ধে ভারতীয় আইনের NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে। জামানের বিরুদ্ধে ভারতীয় আইনের NDPS ও আর্মস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে জেলা আদালতে পেশ করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details