মালদা, 20 মে :পুরাতন মালদায় কালবৈশাখীর ঝড়ের বলি হলেন এক বৃদ্ধা । নিখোঁজ আরও একজন । চলতি মরসুমে এই প্রথম কালবৈশাখীর ঝড়ে প্রাণহানির ঘটনা ঘটল জেলায় (Kalbaishakhi Strom Causes one death in Malda) । ঝড়ে প্রাণ গিয়েছে অসংখ্য বাদুড়েরও । যদিও জেলা বনদফতরের কাছে বাদুড় রাখার পরিকাঠামো না থাকায় খবর দেওয়া হলেও বনকর্মীরা ঘটনাস্থলে আসেননি । কালবৈশাখীতে অসংখ্য বাড়ির চালা উড়ে গিয়েছে ।
চলতি মরসুমে একের পর এক কালবৈশাখীর ঝাপটা সামলেছে মালদা । বৃহস্পতিবার রাতেও ঝড়বৃষ্টি শুরু হয়ে যায় । তবে বজ্রপাত হয়নি ৷ কিন্তু গাছের ডাল ভেঙে মৃত্যু হয়েছে পুরাতন মালদার এক বৃদ্ধার । তাঁর বাড়ি সাহাপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং বিমল দাস কলোনি এলাকায় । ঝর্ণা হালদার (75) নামে ওই বৃদ্ধা গৃহ পরিচারিকার কাজ করতেন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা গতকাল রাতে কাজ সেরে বাজার করে বাড়ি ফিরছিলেন । বাড়ির সামনেই একটি বড় গাছের মোটা ডাল তাঁর উপর ভেঙে পড়ে । তাঁর চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে আসেন । তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয় । যদিও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন । খবর পেয়ে শুক্রবার মৃত বৃদ্ধার পরিবারের সঙ্গে দেখা করেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি ।
আরও পড়ুন :কালবৈশাখীর তাণ্ডবে কোচবিহারে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি