পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যার সান্ত্রী হওয়ার যোগ্যতা নেই, তাকে মুখ্যমন্ত্রী করার চিন্তা করছেন দিদি : কৈলাস বিজয়বর্গীয়

মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজয়বর্গীয় বলেন, "এখানে শুধু দেড় জনের সম্মান । একজন দিদি, আরেকজন তাঁর ভাইপো । এখানে এই দেড় জনের সরকার চলে । গোরু আর কয়লা পাচারকারীদের বিজেপিতে কোনও স্থান নেই । এখানে বিভিন্ন পাচারে কে মূল যুক্ত সেটা সবাই জানে । ভাইপোর এসব কাজকর্ম নিয়ন্ত্রণ কে করেন সেটাও সবার জানা । তিনিও দিদি । তিনি সস্তা শাড়ি, হাওয়াই চপ্পল পরেন । সস্তা গাড়িতে ঘোরেন । কিন্তু ভাইপোর 25 লাখি গাড়ি আর 25 হাজারি জুতো । "

কৈলাস বিজয়বর্গীয়
কৈলাস বিজয়বর্গীয়

By

Published : Jan 2, 2021, 10:25 PM IST

মালদা, 02 জানুয়ারি : "কয়লা, গোরু পাচার নিয়ে সিবিআই তদন্ত শুরু করেছে। এই পাচারচক্রে জড়িত থাকার দায়ে কুড়ি জনেরও বেশি আইএএস ও আইপিএস অফিসারের জেলযাত্রা নিশ্চিত ।" দলীয় কর্মসূচিতে আজ মালদায় এসে এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় । একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, "যার সান্ত্রী হওয়ার যোগ্যতা নেই, তাকে দিদি মুখ্যমন্ত্রী বানাতে চাইছেন ।"

পঞ্চায়েত স্তর থেকে সাংসদ পর্যন্ত দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে আজ মালদায় সম্মেলন করেন বিজেপির এই সর্বভারতীয় নেতা । দুপুর বারোটার সময় তাঁর মালদায় পৌঁছানোর কথা থাকলেও হেলিকপ্টার বিভ্রাটের জন্য বিকেল পৌনে পাঁচটায় সম্মেলন মঞ্চে হাজির হন তিনি । বক্তব্যের শুরুতেই তিনি সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্য নিয়ে চিন্তা প্রকাশ করেন । এরপরই রাজনৈতিক বক্তব্যে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "স্বাধীনতার 70 বছর পর এই প্রথম কেন্দ্রের যে কোনও প্রকল্পের সুবিধা সরাসরি পঞ্চায়েত স্তরে পৌঁছে দেওয়া হচ্ছে । এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্যই সম্ভব হয়েছে । কংগ্রেসের আমলে প্রধানমন্ত্রী এক টাকা দিলে তার মাত্র 15 পয়সা পঞ্চায়েত স্তরে পৌঁছাত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, গ্রামের উন্নয়ন হলে তবেই দেশের উন্নয়ন হবে । দেশে এমন অনেক রাজ্য রয়েছে যেখানে বিজেপি ক্ষমতায় নেই । কিন্তু সেসব রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে নিজের নিজের রাজ্যের কৃষকদের তালিকা কৃষিমন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন । সেসব রাজ্যের কৃষকরা দু'বছর ধরে প্রতি বছর 6000 টাকা করে কেন্দ্রীয় সাহায্য পাচ্ছেন। শুধুমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বাংলার কৃষকরা সেই সুবিধা থেকে বঞ্চিত ।"

মালদায় দলীয় কর্মসূচিতে কৈলাস বিজয়বর্গীয়

মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, "এখানে শুধু দেড় জনের সম্মান । একজন দিদি, আরেকজন তাঁর ভাইপো । এখানে এই দেড় জনের সরকার চলে । গোরু আর কয়লা পাচারকারীদের বিজেপিতে কোনও স্থান নেই । এখানে বিভিন্ন পাচারে কে মূল যুক্ত সেটা সবাই জানে । ভাইপোর এসব কাজকর্ম নিয়ন্ত্রণ কে করেন সেটাও সবার জানা । তিনিও দিদি । তিনি সস্তা শাড়ি, হাওয়াই চপ্পল পরেন । সস্তা গাড়িতে ঘোরেন । কিন্তু ভাইপোর 25 লাখি গাড়ি আর 25 হাজারি জুতো । এই টাকা কোথা থেকে আসছে ? এসব বেআইনি কাজকর্ম নিয়ে সিবিআই তদন্ত শুরু হতেই সরকারের ঘুম উড়ে গিয়েছে। সিবিআই বিনয় মিশ্রকে ধরেছে । কে এই বিনয় মিশ্র? নাকি ভাইপোর ডান হাত । শুধু এই বিনয় মিশ্র নয়, এই পাচারে রাজ্যের অন্তত 20 জন আইএএস ও আইপিএস অফিসার সরাসরি জড়িত। তাঁরা যে কোনও সময় জেলে যেতে পারেন ।"

বিজেপির কেন্দ্রীয় নেতা জেপি নাড্ডার কনভয় হামলা প্রসঙ্গ তুলে আনেন তিনি । বলেন, "দেশের মধ্যে শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রীই কেন্দ্রের সঙ্গে কোনও সম্পর্ক রাখেন না । অথচ যখন দেশভাগ হচ্ছিল, তখন এই বাংলা পাকিস্তানে চলে যাচ্ছিল । আজ দিদি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যকে ভারতের মধ্যে নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । আর এই রাজ্যেই যখন আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ভাইপোর সংসদীয় ক্ষেত্রে গিয়েছিলেন, তাঁকে পাথর মারা হল । প্রশ্ন ওঠায় মুখ্যমন্ত্রী বললেন, বহিরাগতরা আসে কেন? তিনি নাড্ডা, চাড্ডা বলেও কুমন্তব্য করলেন । এটাই কি বাংলার সংস্কৃতি? বাংলার মতো রাজ্যে এসব চলতে পারে না ।"

সোনার বাংলা গড়ার কথা বলে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "প্রাচীন বাংলায় সেই বার্তা কিন্তু মালদা থেকেই শুরু হয়েছিল । মালদার আম জগদ্বিখ্যাত । কিন্তু রাজ্য সরকারের পরিকল্পনার অভাবে এখানকার আম বিশ্ববাজারে যেতে পারে না । কেন্দ্রের নয়া কৃষি আইনে এই আম বিশ্ববাজারে জায়গা পেতে পারে । কিন্তু মমতাদিদি এই বিলের বিরোধিতা করছেন । তাঁর চিন্তা শুধু ভাইপোকে মুখ্যমন্ত্রী করার । যার সান্ত্রী হওয়ার যোগ্যতা নেই, তাকে মুখ্যমন্ত্রী করার চিন্তা করছেন দিদি । এই বাংলার সাহিত্য, সংস্কৃতি, ভাষা প্রাচীনকাল থেকেই মহান । এই রাজ্যের রবীন্দ্রনাথ ঠাকুর দুই দেশের জাতীয় সংগীত রচনা করেছেন । এমনটা আর কোথায় দেখা যায়? আমরা ক্ষমতায় এলে সেই বাংলাই ফিরিয়ে দেব।"

ABOUT THE AUTHOR

...view details