পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনায় বলি ইংরেজবাজারের জয়েন্ট বিডিও - covid 19

করোনায় মৃত্যু হল মালদার এক সরকারি আধিকারিকের ৷ তাঁর মৃত্যুতে শোকের আবহ ছড়িয়ে পড়েছে প্রশাসনিক মহলে ৷ যদিও এনিয়ে এখনও পর্যন্ত জেলাশাসক কিংবা কোনও প্রশাসনিক কর্তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

করোনায় বলি ইংরেজবাজারের জয়েন্ট বিডিও
করোনায় বলি ইংরেজবাজারের জয়েন্ট বিডিও

By

Published : May 10, 2021, 1:27 PM IST

মালদা, 10 মে : করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হল মালদার এক সরকারি আধিকারিকের ৷ আজ ভোরে শিলিগুড়ির একটি বেসরকারি কোভিড হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনায় শোকের আবহ জেলার প্রশাসনিক মহলে ৷ মৃত সরকারি আধিকারিকের নাম নাওয়াং থেনডুপ শেরপা ৷ বাড়ি দার্জিলিঙের ম্যাল সংলগ্ন এলাকায় ৷

বছর দেড়েক আগে তিনি ইংরেজবাজারের জয়েন্ট বিডিও হিসাবে কাজে যোগ দেন ৷ দফতরের কর্মীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি ৷ বিধানসভা নির্বাচনেও তিনি কাজ করেছিলেন ৷ কিছুদিন আগে জ্বর হয় তাঁর ৷ সঙ্গে সর্দি-কাশিও ৷ গত 26 এপ্রিল তাঁর করোনা ধরা পড়ে ৷ সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি কোভিড হাসপাতালে ভর্তি করা হয় ৷ জানা গিয়েছে, গত পরশু তাঁর ফের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে ৷ কিন্তু একাধিক শারীরিক সমস্যা থাকায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি ৷ অবশেষে আজ ভোরে সেই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন :কোভিড আবহে একসঙ্গে শপথ 43 মন্ত্রীর, ভার্চুয়াল শপথ অমিত-ব্রাত্য-রথীনের

তাঁর মৃত্যুতে শোকের আবহ ছড়িয়ে পড়েছে প্রশাসনিক মহলে ৷ যদিও এনিয়ে এখনও পর্যন্ত জেলাশাসক কিংবা কোনও প্রশাসনিক কর্তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

ABOUT THE AUTHOR

...view details