মালদা, 7 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ সরকারের (Bengal Government) তরফে প্রস্তাব গেলেই মালদা থেকে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত গঙ্গার উপর নতুন সেতু তৈরির চিন্তাভাবনা করতে পারে কেন্দ্রীয় সরকার ৷ এই সেতু নির্মাণের বিষয়ে আগ্রহী ঝাড়খণ্ড সরকার (Jharkhand Government) ৷ তাদের তরফে দুই রাজ্যের মধ্যে সংযোগকারী গঙ্গা সেতু (New Ganga Bridge) নির্মাণের বিষয়ে কেন্দ্রকে আবেদনও জানানো হয়েছে ৷ তার প্রেক্ষিতে কেন্দ্রের তরফে প্রতিবেশী রাজ্যের সরকারকে জানিয়ে দেওয়া হয়, যেহেতু এটি দুই রাজ্যের বিষয়, তাই দুই রাজ্যের তরফেই এই সেতুর প্রস্তাব কেন্দ্রকে পাঠাতে হবে ৷ যদিও পশ্চিমবঙ্গ সরকারের তরফে এমন কোনও প্রস্তাব এখনও কেন্দ্রের কাছে যায়নি বলেই খবর ৷
গত বছরের মে মাসে ঝাড়খণ্ড সরকারের সড়ক নির্মাণ দফতরের সচিব সুনীল কুমার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) চেয়ারম্যানকে পাঠানো আবেদনপত্রে জানিয়েছেন, বর্তমানে বিহারের মনিহারী ও ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মধ্যে গঙ্গার উপর চার লেনের ব্রিজ নির্মাণের কাজ চলছে ৷ সেই সেতুর আপস্ট্রিমে 82 কিলোমিটার দূরে ভাগলপুরে রয়েছে গঙ্গার আরেকটি সেতু ৷ সাহেবগঞ্জের ডাউনস্ট্রিমে 79 কিলোমিটার দূরে ফরাক্কায় রয়েছে গঙ্গার সেতু ৷ মধ্যের এই বিস্তীর্ণ অংশে গঙ্গার উপর কোনও সেতু নেই ৷ এই অবস্থায় সাহেবগঞ্জ থেকে মাত্র 39 কিলোমিটার দূরে রাজমহল ও মানিকচক ঘাটের মধ্যে গঙ্গার উপর একটি সেতু নির্মাণ করা হলে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি ঘটবে ৷
এই প্রসঙ্গে ঝাড়খণ্ডের রাজমহল কেন্দ্রের বিধায়ক আনন্দ ওঝা বলেন, “রাজমহল ও মালদার মানিকচক ঘাটের মধ্যে গঙ্গার উপর সেতু নির্মাণ হলে দুই রাজ্যেরই অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ৷ দুই রাজ্যের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ আরও আরও বাড়বে ৷ পর্যটন শিল্পের বিকাশেও এই সেতু দুই রাজ্যের কাছে সহায়ক হবে ৷ সেদিকে লক্ষ্য রেখে আমি দীর্ঘদিন ধরেই এই সেতু নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷’’