মালদা, 24 এপ্রিল : লকডাউনের মাঝে গঙ্গা পেরিয়ে বিহার ও ঝাড়খণ্ড থেকে অনেকে চলে আসছে মালদায় ৷ কয়েকদিন ধরেই এই খবর পাওয়া যাচ্ছিল ৷ এতে জেলাবাসীর মধ্যে কোরোনার আতঙ্কও বাড়ছিল ৷ ঘটনা যে সঠিক তা মেনে নিয়েছে পুলিশ ৷ ভিনরাজ্য থেকে কেউ যাতে ঢুকতে না পারে তা খতিয়ে দেখতে আজ মানিকচক থানার OC ও রতুয়া সার্কেল ইন্সপেকটর গিয়েছিলেন ঝাড়খণ্ডের রাজমহল থানায় ৷ ভিনরাজ্যের বাসিন্দাদের প্রবেশ ঠেকাতে দীর্ঘক্ষণ বৈঠক হয় ৷ বৈঠকের পর ঠিক হয় এখন থেকে গঙ্গায় দিনে ও রাতে যৌথ নজরদারি চালাবে পুলিশ ৷ আজ সেকথা জানিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া ৷
মালদা জেলার ভৌগলিক অবস্থান অনুযায়ী, এর একদিকে রয়েছে বাংলাদেশ ও অন্যদিকে রয়েছে বিহার ও ঝাড়খণ্ড ৷ জেলা থেকে এই দুই রাজ্যকে আলাদা করেছে গঙ্গা ৷ লকডাউন ঘোষণার পর আন্তঃরাজ্য সীমান্তগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সেই সীমান্তগুলিতে সড়কপথে বসেছে নাকা চেকিং ৷ ফলে এই মুহূর্তে শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া মালদার সঙ্গে বিহার কিংবা ঝাড়খণ্ডের যোগাযোগ বন্ধ ৷ কিন্তু তারই মধ্যে একশ্রেণির মানুষ নদীপথ ব্যবহার করে ভিনরাজ্য থেকে এই জেলায় ঢুকে পড়ছে ৷ সম্প্রতি মানিকচক ও কালিয়াচক 2 ব্লক থেকে এই অভিযোগ এসেছিল ৷ জানা গেছে, জেলার শ্রমিকদের একাংশ এই কৌশলে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরতে শুরু করেছে ৷ সেই অভিযোগের সত্যতা পেয়েই এবার থেকে গঙ্গায় দুই রাজ্যেই যৌথ নজরদারি চালানোর ক্ষেত্রে উদ্যোগী হয়েছে মালদা জেলা পুলিশ ৷