মালদা, 29 সেপ্টেম্বর : IPL বেটিং চক্রের যোগ! একই পরিবারের চার সদস্য হৃদরোগের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৷ মালাদার কালিয়াচকে ঘটনা ৷ এলাকার বাসিন্দাদের একাংশের অনুমান IPL বেটিং চক্রের সঙ্গে যুক্ত ছিল ওই পরিবার ৷ তবে প্রকাশে মন্তব্য করতে রাজি হয়নি তাদের কেউই ৷ আজ সকালে ওই বাড়ির কাজে করতে যাওয়ার সুবাদে বিষয়টি পথম পরিচারিকার নজরে আসে ৷ তড়িঘড়ি ওই চারজনকে স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে ইতিমধ্যেই তিনজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ আদও এই ঘটনার সঙ্গে IPL বেটিং চক্রের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কালিয়াচক পুলিশ ৷
কালিয়াচকের ঘড়িয়ালিচক এলাকার থানাপাড়ায় বাসিন্দা বছর 38-এর সন্দীপ সারদার৷ কালিয়াচকের নামী ব্যবসায়ী হিসাবে পরিচিত তিনি৷ কালিয়াচকের মাস্টারপাড়ায় একটি শপিং মলও ছিল তার৷ একাংশ স্থানীয়বাসিন্দাদের মতে সম্প্রতি দেনার দায়ে সেই শপিং মল বিক্রি করে দেয় সন্দীপ ৷ তাঁর স্ত্রী শশী সারদা৷ সন্দীপ ও শশীর দুই ছেলেমেয়ে৷ অর্পিতার ও অভিষেকের বয়স যথাক্রমে 16 ও 12 বছর৷
স্থানীয় একাংশের অভিযোগ, কয়েক বছর ধরেই IPLবেটিং-এর সঙ্গে জড়িয়ে পড়েছিল সন্দীপ৷ কিন্তু সম্প্রতি বেটিংয়ে অনেক টাকা হেরে বর্তমানে তিনি প্রায় কপর্দকশূন্য৷ শপিং মলের মালিক হওয়া সত্ত্বেও বেটিংয়ের জেরে বাজারে প্রচুর দেনা হয় তার৷ এনিয়ে গত কয়েক মাস ধরেই অবসাদে ভুগছিলেন তিনি৷ স্থানীয়দের অনুমান সেই অবসাদ থেকে মুক্তি পেতেই পরিবারের সবাইকে নিয়ে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয় সন্দীপ৷ সেই মত গতকাল রাতে অতিরিক্ত পরিমাণে হৃদরোগের ওষুধ খায় পরিবারের সদস্যরা৷