পশ্চিমবঙ্গ

west bengal

ব্যক্তিগত গোপন ছবি ভাইরাল, মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থনা যুবতির

ওই যুবতির বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকায়৷ তিনি একটি কলেজের কলা বিভাগে পড়াশোনা করেন ৷ তাঁর বক্তব্য, “আমার দুই পরিচিত নীরজ শর্মা ও গোপী পাঠক গত এক বছর ধরে আমাকে উত্যক্ত করেছে ৷ কিছুদিন আগে তারা আমার ফোন কেড়ে নেয় ৷ ফোনে থাকা আমার ব্যক্তিগত গোপন ছবি তারা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ৷ তারা আমাকে অনেক ব্ল্যাকমেইলও করে ৷"

By

Published : Feb 6, 2020, 2:12 AM IST

Published : Feb 6, 2020, 2:12 AM IST

Malda
সোশাল মিডিয়া

মালদা, 6 ফেব্রুয়ারি : মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে এক যুবতির গোপন মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই দুই বন্ধুর বিরুদ্ধে ৷ সেই ছবি ভাইরাল হয়ে যেতে সময় লাগেনি ৷ ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ৷ এক মাসেরও বেশি সময় আগে ওই কলেজ ছাত্রী ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ৷ অভিযোগ এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ৷ মানসিকভাবে বিপর্যস্ত ওই যুবতি দেখা করেছেন মালদা জেলা পুলিশ সুপারের সঙ্গে ৷ পুলিশ কোনও ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তিনি৷ যদিও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া ৷

ওই যুবতির বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকায়৷ তিনি একটি কলেজের কলা বিভাগে পড়াশোনা করেন ৷ তাঁর বক্তব্য, “আমার দুই পরিচিত নীরজ শর্মা ও গোপী পাঠক গত এক বছর ধরে আমাকে উত্যক্ত করেছে ৷ কিছুদিন আগে তারা আমার ফোন কেড়ে নেয় ৷ ফোনে থাকা আমার ব্যক্তিগত গোপন ছবি তারা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ৷ তারা আমাকে অনেক ব্ল্যাকমেইলও করে ৷ গত পয়লা জানুয়ারি আমি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করি ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত নেয়নি ৷ এই ঘটনায় আমি বিপর্যস্ত৷ আমি পড়াশোনায় মনোনিবেশ করতে পারছি না ৷ আমার পরিবারও মানসিকভাবে ভেঙে পড়েছে ৷ এখনও পর্যন্ত আমি পুলিশের কাছ থেকে কোনও সাহায্য পাচ্ছি না ৷ পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারও করছে না ৷ আমি অসহায় বোধ করছি ৷ শেষ পর্যন্ত আমি এনিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইছি৷ তিনি যেন অভিযুক্তদের গ্রেপ্তারের ক্ষেত্রে আমাকে সাহায্য করেন ৷ আমি এর বিচার চাই ৷”

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তদন্ত অনেকটা এগিয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ চারদিকে তল্লাশি চলছে৷ এই অভিযোগের সঠিক তদন্ত করে চার্জশিটও তৈরি করা হবে৷ সোশাল মিডিয়া থেকে ওই ছাত্রীর ভাইরাল হওয়া ছবিও মুছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ তবে এক্ষেত্রে কিছুটা সময় লাগে ৷”

ABOUT THE AUTHOR

...view details