পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Krishnendu Narayan Choudhury : ইংরেজবাজার পৌরসভাকে কর্পোরেশনে উন্নীত করাই লক্ষ্য ভাবী চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরির - next chairman of English Bazar Municipality

ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি (Next Chairman of English Bazar Municipality) ৷ জানালেন আগামীদিনের কাজ সম্পর্ক্যে চিন্তাভাবনা (Krishnendu Narayan Choudhury) ৷ আগামী 30 মার্চ মালদা জেলার দুই পৌরসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ৷

Krishnendu Narayan Choudhury
Krishnendu Narayan Choudhury

By

Published : Mar 28, 2022, 10:48 PM IST

মালদা, 28 মার্চ :আগামী 30 মার্চ মালদা জেলার দুই পৌরসভায় জয়ী প্রার্থীদের কাউন্সিলর পদে শপথ গ্রহণ অনুষ্ঠান (Next Chairman of English Bazar Municipality)। সেদিনই দুই পৌরসভার চেয়ারম্যানও শপথবাক্য পাঠ করবেন । এবারের নির্বাচনে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভা একক সংখ্যাগরিষ্ঠতায় দখল করেছে রাজ্যের শাসকদল তৃণমূল । দলের শীর্ষ নেতৃত্বের পক্ষে ইতিমধ্যে দুই পৌরসভার চেয়ারম্যান মনোনয়নও হয়ে গিয়েছে ।

ইংরেজবাজারে চেয়ারম্যান হচ্ছেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি (Krishnendu Narayan Choudhury) । পুরাতন মালদা পৌরসভার দায়িত্ব পাচ্ছেন কার্তিক ঘোষ । পঞ্চম দফায় চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর মালদা শহরের জন্য কোন কোন কাজকে অগ্রাধিকার দেবেন, তা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি । ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের নকশার কথা জানালেন তিনি।

আরও পড়ুন:Malda gilr raped: মালদায় দশম শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ ! প্রতিবেশী যুবক পলাতক

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ইটিভি ভারতকে বলেন, "আসলে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর উন্নয়ন নিয়ে যা ভাবছেন, সেটা কার্যকর করাই আমার কাজ । 1868 সালের 1 এপ্রিল ইংরেজবাজার পৌরসভার পতন হয় । 154 বছরের পুরোনো পৌরসভায় অনেক সমস্যা রয়েছে । এখন এই পৌরসভায় 30টি ওয়ার্ড । গ্রামীণ কিছু এলাকাকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হলেও জনঘনত্ব সামাল দেওয়া যাচ্ছে না । শহরের আয়তন মাত্র 13.25 বর্গ কিলোমিটার । কিন্তু তার তুলনায় বসবাসকারী মানুষের সংখ্যা অনেক বেশি । অল্প জায়গায় বসবাস করতে মানুষের নাভিশ্বাস উঠছে । দিনভর রাস্তাঘাটে যানজট । তাই পৌর এলাকার বিস্তার করতেই হবে । গ্রামীণ এলাকাকে শহরের মধ্যে নিয়ে আসতে হবে । এই পৌরসভাকে কর্পোরেশনে রূপান্তরিত করা আমাদের লক্ষ্য ।"

আরও পড়ুন:Rampurhat Bagtui Massacre : বগটুইকাণ্ডে মৃত্যু হল আরও একজনের, মৃত বেড়ে 9

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details