মালদা, 22 অগাস্ট : বর্ষায় ভরা নদীতেই প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হত ৷ নতুন ব্রিজ আংশিকভাবে খুলে দেওয়ায় আশার আলো দেখেছিলেন ভূতনিচরের বাসিন্দারা ৷ তাঁদের কথায়, "আমাদের ওজন 2 কুইন্টাল থেকে কমে 10 কিলো হয়ে গেছিল ।" কিন্তু সেই সুখ বেশিদিন সহ্য হয়নি ৷ কথা ছিল, নতুন ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷ এর মাঝে শাসকদলের একপক্ষের ব্রিজ খুলে দেওয়াকে ভালোভাবে নিতে পারেনি অন্য পক্ষ ৷ তাই আংশিকভাবে ব্রিজ খুলে দেওয়ার পরও আবার বন্ধ করে দিতে হয় ৷ দুই গোষ্ঠীর দড়ি টানাটানির মধ্যে সমস্যায় পড়েছেন ভূতনিচরের সাধারণ মানুষ ৷ এখন তাঁদের আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রী এলাকায় এসে যেন ব্রিজ উদ্বোধন করে দেন ৷ তাহলে একটু সুবিধে হয় তাঁদের৷
শুরু থেকেই মানিকচকের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ভূতনিচর । মাঝ দিয়ে বয়ে গেছে ফুলহর নদী । সেই চরে রয়েছে তিনটি গ্রাম পঞ্চায়েত । উত্তর ও দক্ষিণ চণ্ডীপুর এবং হিরানন্দপুর । রয়েছে থানা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র । বসবাস করেন লাখ খানেক মানুষ । 2011 সালে মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে শাসকদলের বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন সাবিত্রী মিত্র । মূলত তাঁর উদ্যোগেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মানিকচক ঘাট থেকে চর পর্যন্ত 1700 মিটার দীর্ঘ একটি ব্রিজ অনুমোদন হয় । সেই ব্রিজের 98 শতাংশ কাজ শেষ । বর্ষায় সমস্যার কথা ভেবে 15 অগাস্ট ব্রিজটি আংশিকভাবে চরবাসীদের জন্য খুলে দিয়েছিলেন মালদা জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল । জানিয়েছিলেন, শুধুমাত্র সাইকেল, মোটরবাইক,অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি চলাচলের জন্য ব্রিজের একাংশ খুলে দেওয়া হচ্ছে । মাসখানেকের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন । গৌরবাবুর পৈতৃক বাড়ি ভূতনিচরে । ফলে তিনি জানেন, চরবাসীদের জন্য এই ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ । তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন চরের বাসিন্দারা ।
কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেন সাবিত্রী । তিনি গৌরবাবুর বিরুদ্ধে দলের রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানান । সাবিত্রী সংবাদমাধ্যমকে জানান, তাঁর আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই ব্রিজের জন্য 196 কোটি টাকা বরাদ্দ করে । মুখ্যমন্ত্রী এলাকায় এসে এই ব্রিজ নির্মাণের কথা দিয়েছিলেন । হঠাৎ তিনি শুনতে পান, সভাধিপতি ফিতা কেটে ব্রিজের উদ্বোধন করে দিয়েছেন । এনিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কথাও বলেন তিনি । মন্ত্রীও ব্রিজ উদ্বোধনের বিষয়ে কিছু জানেন না বলে জানান । জেলা পরিষদের টাকায় এই ব্রিজ হয়নি । আর এটা কোনও কালভার্ট নয় । তাই এই ব্রিজ সভাধিপতি উদ্বোধন করতে পারেন না । আর ব্রিজের কাজ এখনও শেষ হয়নি । এই কাজ করে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন । তাঁর এখন ক্ষমতার গরম হয়েছে । মুখ্যমন্ত্রীই এই ব্রিজ উদ্বোধন করবেন । গৌরবাবু ও সাবিত্রীর কোন্দলে জেলা প্রশাসন ওই ব্রিজের উপর দিয়ে যে কোনও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে । ফলে কয়েকদিনের স্বস্তি আবার সমস্যায় পরিণত হয়েছে । আজ সেই ব্রিজে গিয়ে দেখা যায়, ব্রিজে ওঠার মুখে বড় গেট বসানো হয়েছে । একটি সাইকেলও ব্রিজে উঠতে দেওয়া হচ্ছে না । তবে পায়ে হেঁটে অনেকেই ব্রিজ পারাপার করছেন । পাশের ঘাটে চলছে ফেরি নৌকা । যানবাহন নিয়ে সেই নৌকাই এখন আগের মতোই ভরসা চরবাসীদের ।