মালদা, 26 ফেব্রুয়ারি : ইটিভি ভারতে প্রকাশিত খবরের জের । শেষ পর্যন্ত মহানন্দা বাঁচাতে এগিয়ে এল একটি পরিবেশপ্রেমী সংস্থা । ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আজ মালদা শহরের মিশন ঘাট থেকে নদীর পাড় সাফাইয়ের কাজ শুরু করা হয়েছে । এই কাজ লাগাতার চলবে বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা । বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য ইটিভি ভারতকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তাঁরা ।
অসচেতন মানুষ, ততধিক অসচেতন প্রশাসনের জন্য প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মালদা শহরের লাইফলাইন । এভাবে চললে আগামীতে মালদার অস্তিত্বই যে বিপন্ন হয়ে পড়বে তা মেনে নিতে দ্বিধা নেই কারও । ভবিষ্যৎ প্রজন্ম হয়ত বইয়ের পাতাতেই খুঁজে পাবে মহানন্দা নদীর নাম । নদীর পরিস্থিতি যে সত্যিই বিপজ্জনক, তা মেনে নিয়েছেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ । কিন্তু তিনি জানিয়ে দেন, মহানন্দা পুনরুজ্জীবন করার আর্থিক ক্ষমতা তাঁদের নেই । কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য ছাড়া এই কাজ সম্ভব নয় । এনিয়ে 4 ফেব্রুয়ারি ইটিভি ভারতে বিশেষ প্রতিবেদনও প্রকাশিত হয় । তারপরেই এই অসম্ভবকে সম্ভব করে তোলার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন শহরের এক পরিবেশপ্রেমী সংস্থার সদস্যরা ।