পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শনিতে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের - Malda Town Station

Amrit Bharat Express: মালদা টাউন স্টেশন থেকে শনিবার যাত্রা শুরু হতে চলেছে দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের ৷ শুক্রবার মালদা টাউনে জনসমক্ষে আনা হল ট্রেনটি ৷

Amrit Bharat Express
অমৃত ভারত এক্সপ্রেস

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 3:33 PM IST

Updated : Dec 29, 2023, 5:53 PM IST

অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু শনিবার

মালদা, 29 ডিসেম্বর: শনিবার গোটা দেশে আত্মপ্রকাশ করতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস ৷ তার প্রথম রেক চালু হবে মালদা টাউন স্টেশন থেকে ৷ ট্রেনটি যাবে বেঙ্গালুরু পর্যন্ত ৷ আগামিকাল বেলা 11টায় ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে যাত্রা (উদ্বোধনী সফর) শুরু করবে ৷ শুক্রবার ট্রেনটি প্রথমবার জনসমক্ষে আনা হল ৷ এ দিন মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে গেরুয়া রংয়ের রেকটি রাখা হয় ৷ রেক পরিদর্শন করেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার বিকাশ চৌবে-সহ রেলের অন্যান্য আধিকারিকরা ৷ পরিদর্শন করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীও ৷

ডিআরএম জানান, “এই ট্রেনে কোনও বাতানুকূল কামরা থাকছে না ৷ শুধু স্লিপার ও জেনারেল কামরা থাকবে ৷ এই ট্রেনে একাধিক আধুনিক বন্দোবস্ত রয়েছে ৷ প্রতিটি কামরায় ছয়টি করে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকছে ৷ টয়লেটে ভ্যাকুয়াম ব্যবস্থার সঙ্গে রয়েছে আপদকালীন অ্যালার্মের ব্যবস্থাও ৷ যদি কেউ শৌচালয়ের ভিতরে কোনও সমস্যায় পড়েন, তবে তিনি বোতাম টিপে বিষয়টি ট্রেনে থাকা কর্মীদের সতর্ক করতে পারবেন ৷ থাকছে অ্যানাউন্সমেন্ট সিস্টেম ৷ এই ট্রেনে সাইড বার্থে ওঠার জন্যও কামরায় সিঁড়ির ব্যবস্থা থাকছে ৷ এখানে জেনারেল কোচের উপরের বার্থে কুশন লাগানো রয়েছে ৷ ট্রেনের দু’দিকে দুটি ইঞ্জিন রয়েছে ৷ একটি ইঞ্জিন ব্রেক কষলে দ্বিতীয় ইঞ্জিনও একইসঙ্গে ব্রেক কষবে ৷ এই ট্রেন অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন ৷ ঘণ্টায় 130 কিলোমিটার পর্যন্ত গতিবেগে চলতে পারে ৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন দেশের সাধারণ মানুষের কথা ভেবেই চালু করা হচ্ছে ৷ যাত্রীদের পাশাপাশি এই ট্রেনের চালকদেরও কথা ভাবা হয়েছে ৷ ট্রেনের ইঞ্জিনে বাতানুকূল ব্যবস্থা রয়েছে ৷ এতে চালকরা আরামে কাজ করতে পারবেন ৷”

সাংসদ খগেন মুর্মু বলেন, “আগামিকাল মালদা টাউন-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে ৷ এর জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ৷ আগামিকাল গোটা দেশে আটটি ট্রেনের উদ্বোধন হতে চলেছে ৷ তার মধ্যে দুটি অমৃত ভারত এক্সপ্রেস ৷ তার একটি মালদা টাউন থেকে যাত্রা শুরু করবে, দ্বিতীয়টি দ্বারভাঙ্গা থেকে ৷ এই ট্রেন চালু হলে গৌড়বঙ্গের পরিযায়ী শ্রমিক, চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যাওয়া মানুষজনের সঙ্গে পড়ুয়ারা বিশেষভাবে উপকৃত হবেন ৷ এই ট্রেনে যাত্রীদের জন্য একাধিক সুবিধের ব্যবস্থা করা হয়েছে ৷ প্রতিটি সিটে রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট ৷ প্রতি বগিতে সিসিটিভি ক্যামেরা ৷ টয়লেটে হ্যান্ডেল, মোবাইল রাখার ব্যবস্থার সঙ্গে ইমারজেন্সি অ্যালার্ম ব্যবস্থাও রয়েছে ৷”

মালদা থেকে এই ট্রেন চালুর জন্য প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীও ৷ রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনে মোট 22টি কামরা থাকছে ৷ তার মধ্যে 12টি স্লিপার, আটটি জেনারেল ও দুটি বিশেষভাবে সক্ষমদের জন্য কামরা ৷ ট্রেনটি শনিবার বেলা 11টায় মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে ৷ তৃতীয় দিন রাত আটটায় বেঙ্গালুরু স্টেশন পৌঁছবে ৷ 2247 কিলোমিটারের এই যাত্রাপথে সময় লাগবে 42 ঘণ্টা 10 মিনিট ৷ ট্রেনটি থামবে 32টি স্টেশনে ৷ তবে পরবর্তীতে ট্রেনের সময়সূচির কিছু বদল হতে পারে ৷ তবে এখনও ট্রেনের ভাড়া কত হবে, তা নিয়ে বিশদে কিছু জানাননি ডিআরএম ৷

Last Updated : Dec 29, 2023, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details