বর্ধমান, 13 ডিসেম্বর: বর্ধমান রেল স্টেশনের 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে জলের ট্যাংক ভেঙে তিনজনের মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করল রেল। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ আহতদের দেওয়া হচ্ছে 50 হাজার টাকা করে বলে জানা গিয়েছে। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
রেলসূত্রে জানা গিয়েছে, 1890 সালে বর্ধমান স্টেশনের 2 ও 3 প্ল্যাটফর্মের মাঝে তৈরি করা হয়েছিল একটা জলের ট্যাংক। 53 হাজার 800 গ্যালন জল ধরত ওই ট্যাংকে। অর্থাৎ প্রায় দুই লক্ষ লিটারের বেশি জল থাকতো ওই ট্যাংকে। প্রতিবছর রুটিন মাফিক যেভাবে ট্যাংকের রক্ষণাবেক্ষণ করা হয় সেইমতো চলতি ডিসেম্বর মাসের 2 তারিখেও পরিস্কার করা হয়েছিল। প্রশ্ন উঠছে, তাহলে কীভাবে রক্ষণাবেক্ষণ করা হল যে, পরিষ্কার করার কয়েক দিনের মধ্যেই তা ভেঙে পড়ল ! যদিও দিন কয়েক ধরে সেই জলের ট্যাংক থেকে জল পড়ছিল বলে যাত্রীদের অভিযোগ ছিল। তারা বিষয়টি রেলকেও জানিয়েছিল। কিন্তু রেলের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি। যদিও সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
বুধবার সন্ধেয় বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে কৌশিক মিত্র বলেন, "হাসপাতালে ছিলাম। হাসপাতালে তিরিশ জনের কাছাকাছি ভরতি আছেন। আমাদের মেডিকেল টিম এসেছে। তারা কাজ করছে। আহতদের আত্মীয়দের সঙ্গে কথা বলেছি। তাদের বলা হয়েছে, তারা যদি মনে করে আরও ভালো চিকিৎসার জন্য যে কোনও নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন। কিন্তু প্রত্যেক আহতদের পরিবারই জানিয়েছে আপাতত তাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তবুও রেলের অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে। যারা অল্পবিস্তর আহত হয়েছে তাদেরকেও চিকিৎসার খরচ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী আরও কিছু ঘোষণা করেছেন। সেটা পরে জানানো হবে।"