মালদা, 23 অক্টোবর: পণের দাবিতে গৃহবধূকে কুপিয়ে খুনের চেষ্টার (Murder Attempt for Dowry) অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ৷ আক্রান্ত গৃহবধূ বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের (Malda News) যদুপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানটুলি এলাকায় ৷
আক্রান্ত গৃহবধূর (In-laws try to kill woman) নাম ফাতেমা বিবি (20)৷ বাড়ি যদুপুর গ্রাম পঞ্চায়েতের সোনাতলা এলাকায় ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দু'বছর আগে ওমর শেখের সঙ্গে বিয়ে হয় ফাতেমার ৷ পরিবারের অভিযোগ, বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ 60 হাজার টাকা ও একটি মোটরবাইক দেওয়া হয়েছিল ৷ কিন্তু তারপরেও জামাই-সহ শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে ফাতেমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে ৷ প্রায় বছরখানেক আগে 2 লক্ষ টাকা দাবি করা হয় ৷ সেই টাকা দিতে না পারায় গতকাল রাতে জামাই-সহ শ্বশুরবাড়ির লোকজন ফাতেমার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে ৷ চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ফাতেমাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভরতি করে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ফাতেমা ৷
আক্রান্ত গৃহবধূর মা রেজিনা বিবি বলেন, "দু'বছর আগে 2 লক্ষ টাকা দিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলাম ৷ বিয়ের পর থেকে ফের পণের দাবিতে জামাই মেয়েকে মারধর করতে থাকে ৷ সম্প্রতি দেড় লক্ষ টাকা দাবি করে জামাই ৷ সেই টাকা না দেওয়ায় গতকাল রাতে হাঁসুয়া নিয়ে মেয়ের উপর হামলা চালায় জামাই ও তার মা ৷ মেয়ে বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ৷ এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা ৷ এলাকায় এ নিয়ে বিচারও বসেছিল ৷ আমরা বিচার চাই ৷"