পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পণের দাবিতে লকডাউনে বাড়ে মারধর, মালদায় সন্তান-সহ আত্মঘাতী যুবতি

পণের দাবিতে চলত অত্য়াচার । লকডাউনে যা বাড়তে থাকে । গতকাল সারাদিন চলে মারধর । অপমান সহ্য করতে না পেরে আজ ভোরে 23 মাসের ছেলে সাহেবকে নিয়ে ট্রেন লাইনে ঝাঁপ দেন লিজ়া । মাল গাড়ির ধাক্কায় 2 জনেরই মৃত্যু হয় ।

মালদা
মালদা

By

Published : Apr 24, 2020, 3:12 PM IST

মালদা, 24 এপ্রিল : কোরোনায় যখন আতঙ্কিত সবাই তখনও পণের দাবি নিয়ে অত্যাচার কমেনি । পণের দাবিতে যুবতিকে মারধরও করে যাচ্ছিল তাঁর শওহর । উসকানি ছিল শ্বশুরবাড়ির লোকজনের ৷ খবর পেয়ে গতকাল রাতে মহিলার আব্বা ও আম্মা জামাইকে বোঝাতে গিয়ে ব্যর্থ হন ৷ উলটে তাঁদেরই মার খেয়ে ফিরে আসতে হয় বলে অভিযোগ ৷ অভিযোগ, অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আজ 23 মাসের ছেলেকে কোলে নিয়ে মালগাড়ির সামনে ঝাঁপ দেয় যুবতি ৷ মৃত্য হয়েছে 2 জনেরই । ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ৷ যুবতির শওহর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মালদা GRP ও ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ যদিও ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা ৷

বছর 20 -র লিজ়া খাতুন ৷ বাড়ি যদুপুর গ্রামে ৷ কয়েকবছর আগে তাঁর নিকাহ হয় এলাকারই নাসিরের সঙ্গে । বিয়ের পর থেকে পণের দাবিতে অত্যাচার শুরু হয় লিজ়ার উপর । নাসির শ্রমিকের কাজ করত । লকডাউনে কাজ বন্ধ হওয়ায় বাড়িতেই থাকছিল কিছুদিন ধরে । এতে অত্যাচারের মাত্রা আরও বাড়তে থাকে । গতকাল বিষয়টি আব্বা-আম্মিকে জানান লিজ়া । অভিযোগ, তাঁরা নাসিরকে বোঝাতে গেলে তাঁদেরই মারধর করে নাসির । অপমান সহ্য করতে না পেরে আজ ভোরে 23 মাসের ছেলে সাহেবকে নিয়ে ট্রেন লাইনে ঝাঁপ দেন লিজ়া । মাল গাড়ির ধাক্কায় 2 জনেরই মৃত্যু হয় । নাসির ও তার পরিবারের বিরুদ্ধে মালদা GRP ও ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে লিজ়ার পরিবার ।

এবিষয়ে লিজার আম্মা লাইলি বিবি জানান, “বছর তিনেক আগে এলাকারই ইসলামপুর গ্রামের যুবক নাসির শেখের সঙ্গে মেয়ের নিকাহ হয় ৷ নাসির পেশায় শ্রমিক ৷ লরিতে মাল ওঠানো নামানোর কাজ করে ৷ নিকাহে‌র পর কিছুদিন সব ঠিকঠাকই ছিল ৷ কিন্তু কিছুদিন পর থেকেই টাকার জন্য মেয়েকে চাপ দিতে শুরু করে ৷ নাসিরের বাড়ির লোকজনও মেয়েকে আব্বার ঘর থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে ৷ এনিয়ে প্রায় প্রতিদিনই ঝামেলা লেগে থাকত ওদের ৷ এমনকি আমার মেয়েকে মারধরও করত ওরা ৷ গতকাল দুপুরেও নাসির মেয়েকে মারধর করে ৷ খবর পেয়ে রাতে আমরা ওর বাড়ি যাই ৷ কিন্তু আমাদের কোনও কথা ওরা কানে তোলেনি ৷ উলটে আমাদেরও মারধর করে নাসির ও তার বাড়ির লোকজন ৷ তারপরেই আজ এই কাণ্ড করে বসল আমার মেয়ে ৷”

এবিষয়ে লিজ়ার চাচা সফিকুল ইসলাম বলেন, "নিকাহে‌র কিছুদিন পর থেকেই আব্বার ঘর থেকে টাকা নিয়ে আসার দাবিতে ঝামেলা শুরু হয়েছিল ৷ একবার নাসির বলেছিল, সে ধার হিসাবে এক লাখ টাকা নেবে ৷ সেই টাকা ওকে দেওয়াও হয়েছিল ৷ কিন্তু সেই টাকা সে আর ফেরত দেয়নি ৷ এরপর তাকে আরও দুই ভরি সোনা দেওয়া হয় ৷ এসবের পরেও অশান্তি কমেনি ৷ মেয়েটাকে মাঝেমধ্যেই মারত ৷ লিজার আব্বা-আম্মা প্রায়ই নাসিরের বাড়ি গিয়ে মেয়েকে বুঝিয়ে আসত ৷ গতকালও ওঁরা লিজার বাড়ি যান ৷ লকডাউনে সবার অবস্থাই খারাপ ৷ এখন কারও হাতেই তেমন টাকাপয়সা নেই ৷ সেটা বোঝানো হয় নাসিরকে । কিন্তু ওঁদের সামনেই নাসির ও তার পরিবারের লোকজন লিজ়াকে মারতে থাকে ৷ তা দেখে লিজার আব্বা-আম্মা বাধা দেন ৷ এতে তাঁদেরও মারধর করে ওরা ৷ বাধ্য হয়ে তাঁরা বাড়ি ফিরে আসেন ৷ মেয়েকে তাঁরা নিয়ে আসতে চাইলেও নাসিররা তাঁকে ছাড়েনি বলে অভিযোগ ৷ এরপর রাতে তারা ফের লিজ়াকে মারধর করে ৷ শেষ পর্যন্ত আজ ছেলেকে নিয়ে লিজ়া যদুপুর স্টেট ব্যাঙ্কের কিছু দূরে মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় ৷ "

মালদা GRP থানার পুলিশ মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে ৷ ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযুক্তরা সবাই পলাতক ৷ তাদের খোঁজ শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details