মালদা, 26 ডিসেম্বর : তাজপুর সমুদ্র বন্দর নির্মাণে রাজ্য সরকার সাহায্য চাইলে, তা দিতে কেন্দ্র প্রস্তুত বলে জানালেন মোদী সরকারের মন্ত্রী। আজ এই মন্তব্য করেন বন্দর, জাহাজ ও জলপথ পরিবহণ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্ডবীয়। আজ, শনিবার জেলা বিজেপির সদর দপ্তর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, খুব তাড়াতাড়ি গঙ্গায় প্রায় 1400 কিলোমিটার নৌ-পথ মানুষের জন্য খুলে দেওয়া হবে।
তিনি বলেন, "পশ্চিমবঙ্গেও কোনও শিল্প স্থাপনে কেন্দ্রীয় সহায়তার প্রয়োজন হলে কেন্দ্র সেই সহায়তা করতে সবসময় প্রস্তুত। তাজপুর সমুদ্র বন্দর তৈরির ক্ষেত্রেও সেকথা প্রযোজ্য। এখানেও রাজ্য সরকার কোনও সহায়তা চাইলে আমরা তা করতে প্রস্তুত।"
একুশের ভোটের আগে রাজ্যে নিয়মিত আসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। ভোটের নকশা তৈরি করতে গতকাল, শুক্রবার রাতে মালদায় আসেন মনসুখ মান্ডবীয়। আজ সকালে পুরাতন মালদায় চা চক্রের পর তিনি জেলা বিজেপির সদর দপ্তরে সংবাদমাধ্যমকে বলেন, "মানুষের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে আমাদের নিয়মিত এখানে আসতে হবে। এখন সেটাই চলছে। এই রাজ্যের মানুষ ও দলীয় নেতাদের সমর্থনে আমরা রাজ্যে আসছি। বিজেপি একটি বড় পরিবার। দেশের যে কোনও রাজ্যে নির্বাচনের সময় আমরা সেখানে যাই।" তিনি জানান, এদিন সকালেও তাঁরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সংবলিত পুস্তিকা মানুষের হাতে তুলে দিয়েছেন।
কেন্দ্রীয় প্রকল্পগুলিকে এই রাজ্যে বাস্তবায়িত করতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এমনটাই অভিযোগ করেছেন তিনি। তাঁর বক্তব্য, "কৃষকরা কেন্দ্রীয় সরকারের সুবিধা পাচ্ছে না। আমরা সবসময় সংবিধান মেনে চলি। কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের কথাও আমাদের অজানা নয়। সরকার সবসময় বদলায়। কিন্তু দেশের ফেডারেল স্ট্রাকচার নিয়ে আমাদের মধ্যে কোনও দ্বিমত থাকে না।"