গাজোল, 17 জানুয়ারি : ইনটেলিজেন্স ব্যুরোর(আইবি) এক আধিকারিকের গাড়ি সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ । দুর্ঘটনায় মৃত্যু হল আধিকারিকের গাড়ি চালকের । মৃতের নাম প্রভাত রায়(40) । গুরুতর আহত হয়েছেন আধিকারিক ও লরি চালক । গতরাতে পথদুর্ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের পাণ্ডুয়া সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে ।
আহত আইবি আধিকারিক জি এল ডুপকা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দায়িত্বে রয়েছেন । জানা গেছে, গতরাতে তিনি গঙ্গাসাগরের মেলায় ডিউটি সেরে মালদা হয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিলেন । সেই সময়ে পাণ্ডুয়ায় একটি 14 চাকার লরির টায়ার ফেটে যায় । ফেটে যাওয়া টায়ারের একটি অংশ আধিকারিকের গাড়ির সামনের কাঁচ ভেঙে ভিতরে ছিটকে আসে । তাতেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে 34 নম্বর জাতীয় সড়কের দ্বিতীয় লাইনে চলে যায় । আর ঠিক সেইসময়েই অপরদিক থেকে মালদাগামী একটি সবজি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ।