মালদা, ২০ মার্চ : " বামেদের সঙ্গে জোট হোক কিংবা না হোক, এই জেলায় আমাদের নিজেদের শক্তির উপর ভরসা আছে। কংগ্রেস মালদায় কোনও নতুন দল নয়। বরকত সাহেব, প্রিয়রঞ্জন দাশমুন্সি সহ অন্য নেতারা এই জেলায় কংগ্রেস করে গেছেন। তাই জোট হলে ভালো। জোট না হলেও মালদা জেলার দুটি আসনেই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।" আজ চাঁচলের কলমবাগান ময়দানে রাহুল গান্ধির জনসভার কাজ পরিদর্শনে এসে একথা বললেন ইশা খান চৌধুরি। তিনি এবার উত্তর মালদা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী।
উল্লেখ্য, ২৩ মার্চ কলমবাগান ময়দানে ইশা খানের সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি। এটাই রাজ্যে এবার রাহুলের প্রথম নির্বাচনী সভা। এই সভা করা নিয়ে প্রশাসনের তরফে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম। পরে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে সেই জটিলতা কেটে যায়। গতকাল সন্ধেয় রাহুল গান্ধির সভার অনুমতি দেয় প্রশাসন। এরপর নিজে দাঁড়িয়ে থেকে সভামঞ্চ তৈরির কাজ পরিচালনা করছেন কংগ্রেসের রাজ্য কো-অর্ডিনেটর কমিটির সদস্য শুভঙ্কর সরকার। তাঁর সঙ্গে রয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব।