পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

North Bengal : জনগণের আবেগকে সমর্থন, পৃথক উত্তরবঙ্গ রাজ্য প্রসঙ্গে মত নিশীথ প্রামাণিকের - উত্তরবঙ্গ

পৃথক উত্তরবঙ্গ রাজ্য প্রসঙ্গে ঘুরিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বারলার সুরে সুর মেলােলন নিশীথ প্রামাণিক ৷ পৃথক উত্তরবঙ্গ রাজ্য প্রসঙ্গে তাঁর মত, সাধারণ মানুষের আবেগকে তিনি সম্মান করেন ৷ তাই সাধারণ মানুষ যা চাইবেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সেটাকেই সমর্থন করবেন ৷

I Am With Emotions of People Central Minister Nishith Pramanik says on Separate North Bengal State
জনগণের আবেগকে সমর্থন, পৃথক উত্তরবঙ্গ প্রসঙ্গে মত নিশীথ প্রামাণিকের

By

Published : Aug 24, 2021, 6:47 PM IST

Updated : Aug 24, 2021, 7:29 PM IST

মালদা, 24 অগস্ট : জন বারলার সুরেই ঘুরিয়ে সুর মেলালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik) ৷ যদিও পৃথক উত্তরবঙ্গ (Separate North Bengal State) প্রসঙ্গকে তিনি কৌশলে জনগণের দাবি হিসাবে উল্লেখ করেছেন । জানিয়েছেন, জনগণের আবেগের সঙ্গে তিনি রয়েছেন । ভবিষ্যতে জনগণের রায়কে সম্মান দেওয়া হতে পারে ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর চেষ্টা চলছে ।

শহিদ সম্মান যাত্রার দ্বিতীয় পর্যায়ে মালদা ও দুই দিনাজপুরে বিশেষ কর্মসূচি ছিল বিজেপির ৷ সেই কর্মসূচি পালন করতে মালদায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ মালদায় বিজেপির কার্যালয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবনে বিজেপির নিহত সাত সদস্যের পরিবারের মধ্যে ছ’টি পরিবারের সদস্যদের সম্মান জানান তিনি। তার পর এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের আগে ও পরে যেসব বিজেপি নেতা-কর্মী শহিদ হয়েছেন, তাঁদের সম্মান জানাতে, তাঁদের পরিবারের পাশে থাকার সংকল্প এবং তাঁদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্যই শহিদ সম্মান যাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে । মালদা থেকে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি আজ শুরু হল ।”

আরও পড়ুন : Suvendu Adhikari : কন্টাই সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল শুভেন্দুকে

আদালতের নির্দেশে এই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই । এ নিয়ে তাঁরা কতটা আশাবাদী, এই প্রশ্নে নিশীথবাবুর উত্তর, “আদালতের নির্দেশে যে সিবিআই তদন্ত শুরু হয়েছে, সেই তদন্তে আমরা আশাবাদী । এই রাজ্যে নির্বাচনোত্তর যে হিংসা হয়েছে, তা গোটা দেশ জানে । নির্বাচনের পর যেভাবে মা-বোনদের সম্মান লুট করা হয়েছে, যেভাবে বিরোধীদের সঙ্গে সাধারণ মানুষকেও নির্যাতিত হতে হয়েছে, তা কারও অজানা নয় । আমাদের বহু সহকর্মীকে হত্যা করা হয়েছে । এতে গোটা দেশের বাঙালির মাথা লজ্জায় হেঁট হয়ে গিয়েছে । দেশের কোথাও এমন নির্বাচনোত্তর হিংসা দেখা যায়নি । এই মালদা জেলায় আমাদের কার্যকর্তার মুখের ভিতর রিভলবারের নল ঢুকিয়ে গুলি করে খুন করা হয়েছে । কাউকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে । ন’বছরের বাচ্চাকেও পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে । দু’জন ছাত্রকে একই দড়িতে ঝুলিয়ে মেরে ফেলা হয়েছে । এমন নিষ্ঠুরতা বাংলার মানুষ আগে কখনও দেখেনি ।”

আরও পড়ুন :Dilip Ghosh : পরস্পর বিরোধী মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী, স্কুল-কলেজ খোলার প্রসঙ্গে তোপ দিলীপের

পৃথক উত্তরবঙ্গ নিয়ে আজ কৌশলী ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, “ব্যক্তিগত মতামত নিজের মতো করে দেওয়াই যায় । কিন্তু আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি । আমি মনে করি, গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে । আমার একটা প্রশ্ন রয়েছে । পৃথক উত্তরবঙ্গের প্রশ্ন উঠছে কেন ? আমরা দেখেছি, কলকাতার একটা ফ্লাই ওভারের যা বাজেট থাকে, গোটা উত্তরবঙ্গের উন্নয়নে সেই বাজেট থাকে না । সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায় । আমি বলব, উত্তরবঙ্গে যে উন্নয়ন করা উচিত ছিল, সেটা করা হয়নি । স্বাভাবিকভাবেই জনগণের আবেগের বিপক্ষে আমরা কখনই থাকব না । জনপ্রতিনিধি হিসাবে আমরা তাঁদের আবেগকে সম্মান জানাব । তবে আমার মনে করা বা না মনে করায় কিছু হবে না । জনগণ যা চাইবেন, ভবিষ্যতে হয়তো তাঁদের রায়কেই সম্মান দেওয়া হবে । পৃথক উত্তরবঙ্গ রাজ্য গঠনের দাবিকে বৈধ বা অবৈধ ঘোষণার কোনও কথা নেই । যখন পৃথক গোর্খাল্যান্ডের দাবি উঠেছিল, সেই দাবিকে আংশিক সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার সেখানে জিটিএ করার কথা ভেবেছিল । তাই দাবি উঠতেই পারে । কিন্তু সেটা কতটা সমর্থনযোগ্য, সেটা জনগণের রায়েই প্রমাণ পাওয়া যাবে । আমি জনগণের আবেগের সঙ্গে রয়েছি । আমার মনে হয় প্রত্যেক জনপ্রতিনিধির সেটাই করা উচিত ।”

আরও পড়ুন : BJP Ashirvaad Yatra : উত্তরবঙ্গের দুই কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে আশীর্বাদ যাত্রা করবে গেরুয়া শিবির

আজ নিশীথবাবুর গলায় উঠে এসেছে এইমস প্রসঙ্গও । তিনি বলেন, “2014 সালে এইমসের অনুমোদন দেওয়ার পরেও, রায়গঞ্জে এইমস হয়নি । রাজ্য সরকার চাইলে সেই সময় রায়গঞ্জে এইমস করতে পারত । কোনও এক অজানা কারণে সেটা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয় । সেখানে উন্নয়ন হোক । আমরা তার বিরোধী নই । আমার মনে হয়, সেই ঘটনা উত্তরবঙ্গের মানুষের আবেগে ধাক্কা দিয়েছে । উত্তরবঙ্গে আরও বেশি উন্নয়ন হতে পারত ।”

আরও পড়ুন : Dilip ghosh : তালিবানের থেকেও খারাপ এই রাজ্যের সরকার ; মন্তব্য দিলীপের

এই মুহূর্তে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের একাধিক আসনে দ্রুত পুনর্নির্বাচনের দাবি তুলেছে । সে প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, “এ নিয়ে নির্বাচন কমিশনই শেষ সিদ্ধান্ত নেবে । এতে আমার কিছু বলার অধিকার নেই । কিন্তু, যাঁরা শুধুমাত্র বিধানসভা উপনির্বাচনের কথা বলছেন, তাঁদের ভাবা উচিত, সারা রাজ্যে প্রচুর পৌরসভা ও কর্পোরেশনে নির্বাচন বন্ধ হয়ে রয়েছে । মানুষের হয়রানি হচ্ছে । সেগুলিতেও রাজ্য সরকারের নির্বাচন করা উচিত । মানুষ নিজেদের অভিযোগ জানানোর জায়গাও খুঁজে পাচ্ছে না ।”

আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে ভারত সরকার । এ কথা জানিয়ে নিশীথ প্রামাণিক বলেন, “ভারত সরকার এ বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করছে । সে দেশে থাকা বেশিরভাগ ভারতীয়কেই নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে । যাঁরা এখনও যোগাযোগ করার চেষ্টা করছেন, তাঁদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে । তবে, এই রাজ্যের ঠিক কতজন আফগানিস্তানে আটকে রয়েছেন, তার সঠিক সংখ্যা আমার জানা নেই । আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর । ভারত সরকার এ নিয়ে বিশেষভাবে চিন্তাভাবনা করছে ।”

Last Updated : Aug 24, 2021, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details