মালদা, 3 ডিসেম্বর :ভালোবেসে মনের মানুষকেই বিয়ে করেছিলেন পূজা মার্ডি ৷ বিয়ের পর সুখে স্বামীর ঘরও করছিলেন ৷ গোল বাধে একবছর পর ৷ কন্যাসন্তানের (Girl Child) জন্ম দেওয়ায় তাঁকে ‘ত্যাগ’ করলেন পূজার স্বামী (Husband left Wife) সুরজ বেসরা ৷ প্রত্যাখ্যান করেছেন সদ্যোজাত মেয়েকেও ৷ সন্তান-সহ প্রসূতিকে মালদা শহরের একটি নার্সিংহোমে রেখে পালিয়ে গিয়েছেন সুরজ ৷ নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, তাদের তরফে পূজার শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি ৷ টানা 22 দিন মা ও সদ্যোজাতকে পর্যবেক্ষণে রাখার পর পুলিশের দ্বারস্থ হয়ছে তারা ৷ পুলিশের সহযোগিতাতেই পূজা ও তাঁর মেয়ের ঠাঁই হচ্ছে সরকারি হোমে ৷
আরও পড়ুন :পরপর কন্যাসন্তান, 'কালো' বধূকে খুন করে পালাল শ্বশুরবাড়ির লোকজন
পূজার বয়স 21 বছর ৷ তাঁর শ্বশুরবাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মঙ্গলপুর এলাকায় ৷ স্বামী সুরজ বেসরা পেশায় শ্রমিক ৷ পূজা বলেন, ‘‘বিয়ের আগে বেশ কিছুদিন আমাদের মধ্যে সম্পর্ক ছিল ৷ বছর খানেক আগে আমরা বিয়ে করি ৷ এরপর আমি গর্ভবতী হই ৷ গত 12 নভেম্বর আমার প্রসবযন্ত্রণা ওঠে ৷ যন্ত্রণায় আমি জ্ঞান হারিয়ে ফেলি ৷ স্বামীই আমাকে এখানে নিয়ে আসে ৷ আমার সিজার হয় ৷ আমার একটি মেয়ে হয়েছে ৷ তারপর বেশ কয়েকদিন আমার জ্ঞান ছিল না ৷ আমার জ্ঞান ফেরার পর স্বামী আর এখানে আসেনি ৷ শ্বশুরবাড়ির বাকিরাও আমাকে নিতে আসেনি ৷ স্বামীর মোবাইল ফোনও বন্ধ ৷ একদিন শুধু আমাকে জানিয়েছিল, মেয়ের জন্ম দেওয়ায় সে আর আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে না ৷ ওদের ছেলে চাই ৷ 20 দিন ধরে আমি এখানেই আছি ৷ প্রেম করে বিয়ে করেছি বলে বাবা-মায়ের সঙ্গেও এখন আমার কোনও সম্পর্ক নেই ৷ কিন্তু, আমি বাড়ি ফিরে যেতে চাই ৷’’