মালদা, 14 অক্টোবর:শ্বশুর অটো কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর (Husband Killed His Wife) ৷ অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরাও ৷ নিহত বধূর নাম রিংকি শীল মণ্ডল ৷ বয়স 26 বছর ৷ বাপের বাড়ি মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার নেতাজি কলোনিতে ৷ একসময় গাবগাছি এলাকার যুবক বরুণ মণ্ডল ওরফে ছোটনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রিংকি ৷ সেই সম্পর্ক মেনে নিয়েছিলেন তাঁর অভিভাবকরা ৷ বছর ছ'য়েক আগে সামাজিকভাবেই তাঁরা ছোটনের সঙ্গে রিংকির বিয়ে দিয়ে দেন ৷ ছোটন-রিংকির একটি ছেলেও রয়েছে ৷
রিংকির বাবা বিপদ শীলের বক্তব্য, "বিয়ের সময় ছোটন তেমন কিছু করত না ৷ এনিয়ে মেয়ের সঙ্গে ওর ঝামেলা লেগে থাকত ৷ শ্বশুরবাড়ির লোকজনও মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করত ৷ আমি ছোটনকে টোটো কেনার জন্য দেড় লাখ টাকা দিয়েছিলাম ৷ সেই টাকা দিয়ে টোটো কিনে ও উপার্জন শুরু করে ৷ কিন্তু ওর লোভ বেড়ে গিয়েছিল ৷ এবার অটো কেনার জন্য সে মেয়েকে আমার কাছ থেকে টাকা আনার চাপ দিত ৷ আমার পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব নয় ৷ এনিয়ে মাসখানেক ধরে ছোটন আমার মেয়ের উপর চরম অত্যাচার শুরু করেছিল ৷ আমার বড় মেয়ে মানসিকভাবে অসুস্থ ৷ গতকাল ওকে হোমে রাখার জন্য গিয়েছিলাম ৷ রিংকিও আমার সঙ্গে ছিল ৷ বিকেল পাঁচটায় আমরা মালদায় ফিরি ৷ মেয়েকে টোটোতে গাবগাছি পাঠিয়ে দিই ৷
আরও পড়ুন:স্ত্রী'র গণধর্ষণের বিচার না-পেয়ে আত্মঘাতী স্বামী, অভিযুক্তরা পলাতক