পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Murder: অটো কেনার টাকা দেননি শ্বশুর, 'রাগে' স্ত্রী'কে খুন মালদার যুবকের - Englishbazar Police Station

তালাবন্ধ ঘর থেকে এক বধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার (Dead Body Recover by Police) করল পুলিশ ৷ গতকাল মাঝরাতে ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকা থেকে ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়েছে ৷ ঘটনায় মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা ৷ তাদের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি (Police investigation) ৷

Malda Murder
শ্বশুর অটো কিনে না দেওয়ায় স্ত্রীকে খুন করল স্বামী

By

Published : Oct 14, 2022, 11:04 PM IST

মালদা, 14 অক্টোবর:শ্বশুর অটো কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর (Husband Killed His Wife) ৷ অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরাও ৷ নিহত বধূর নাম রিংকি শীল মণ্ডল ৷ বয়স 26 বছর ৷ বাপের বাড়ি মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার নেতাজি কলোনিতে ৷ একসময় গাবগাছি এলাকার যুবক বরুণ মণ্ডল ওরফে ছোটনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রিংকি ৷ সেই সম্পর্ক মেনে নিয়েছিলেন তাঁর অভিভাবকরা ৷ বছর ছ'য়েক আগে সামাজিকভাবেই তাঁরা ছোটনের সঙ্গে রিংকির বিয়ে দিয়ে দেন ৷ ছোটন-রিংকির একটি ছেলেও রয়েছে ৷

রিংকির বাবা বিপদ শীলের বক্তব্য, "বিয়ের সময় ছোটন তেমন কিছু করত না ৷ এনিয়ে মেয়ের সঙ্গে ওর ঝামেলা লেগে থাকত ৷ শ্বশুরবাড়ির লোকজনও মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করত ৷ আমি ছোটনকে টোটো কেনার জন্য দেড় লাখ টাকা দিয়েছিলাম ৷ সেই টাকা দিয়ে টোটো কিনে ও উপার্জন শুরু করে ৷ কিন্তু ওর লোভ বেড়ে গিয়েছিল ৷ এবার অটো কেনার জন্য সে মেয়েকে আমার কাছ থেকে টাকা আনার চাপ দিত ৷ আমার পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব নয় ৷ এনিয়ে মাসখানেক ধরে ছোটন আমার মেয়ের উপর চরম অত্যাচার শুরু করেছিল ৷ আমার বড় মেয়ে মানসিকভাবে অসুস্থ ৷ গতকাল ওকে হোমে রাখার জন্য গিয়েছিলাম ৷ রিংকিও আমার সঙ্গে ছিল ৷ বিকেল পাঁচটায় আমরা মালদায় ফিরি ৷ মেয়েকে টোটোতে গাবগাছি পাঠিয়ে দিই ৷

আরও পড়ুন:স্ত্রী'র গণধর্ষণের বিচার না-পেয়ে আত্মঘাতী স্বামী, অভিযুক্তরা পলাতক

এরপর তিনি বলেন, "সন্ধের সময় ও একবার ফোনও করেছিল ৷ তখনই ওর সঙ্গে শেষ কথা হয় ৷ রাত দেড়টা নাগাদ আমার ভাইপো শ্রমিকের কাজ করতে দার্জিলিং যাচ্ছিল ৷ তখন সে দেখে, ছোটন ছেলেকে কোলে নিয়ে রথবাড়ি মোড়ে দাঁড়িয়ে রয়েছে ৷ ছেলেকে নিয়ে ও বাইরে কোথাও যাচ্ছিল ৷ ছোটনই আমার ভাগ্নিকে ফোন করে জানায়, রিংকির দেহ ঘরে পড়ে রয়েছে ৷ আমরা যেন ওর দেহ নিয়ে আসি ৷ সেই খবর পেয়েই আমরা থানায় যাই ৷ সেখান থেকে মেয়ের শ্বশুরবাড়ি যাই ৷ দেখি, দরজায় তালা দেওয়া ৷ কেউ কোথাও নেই ৷ শেষ পর্যন্ত পুলিশ গিয়ে তালা ভেঙে মেয়ের দেহ উদ্ধার করে ৷ রান্নাঘরেই মেয়ের দেহ পড়ে ছিল ৷ পিছন থেকে হাঁসুয়া আর লোহার হাতুড়ি দিয়ে আমার মেয়েকে খুন করা হয়েছে ৷ ছোটন আর ওর বাড়ির লোকেরাই মেয়েকে খুন করেছে ৷ আমি ওদের ফাঁসি চাই ৷"

শ্বশুর অটো কিনে না দেওয়ায় স্ত্রীকে খুন করল স্বামী

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গতকাল রাত বারোটা নাগাদ এই খুনের ঘটনা ঘটেছে ৷ বিপদবাবুর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ (English bazar Police Station) ৷ রিংকির মৃতদেহের শুক্রবার ময়নাতদন্ত (Post-Mortem) করা হয়েছে ৷ সেই রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন:উঠোনে ধড়, একটু দূরে মুণ্ডু, স্ত্রী খুনে আটক স্বামী

ABOUT THE AUTHOR

...view details