মালদা, 13 মার্চ : স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে । সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই স্টেশন সংলগ্ন রেললাইনের ধার থেকে উদ্ধার হল অভিযুক্ত স্বামীর মৃতদেহ। এই ঘটনায় পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও স্থানীয়দের একাংশের অনুমান, স্ত্রীকে খুনের পরে আত্মঘাতী হয়েছে স্বামী (Husband has committed suicide after killing his wife) ।
উল্লেখ্য, গতকাল সকালে চাঁচলের নতুন কান্ডারন এলাকায় স্ত্রী শুকতারা বিবিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে স্বামী সেরাজুল হকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই শুকতারা বিবিকে খুন করে সেরাজুল। সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই সামসি ও শ্রীপুর স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে উদ্ধার হয় সেরাজুলের মৃতদেহ। পরিবারের লোকজন সেরাজুলের মৃতদেহ শনাক্ত করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।