পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Acid Attack in Malda : সন্দেহের জের, স্ত্রী'র মুখে অ্যাসিড ঢেলে রাস্তায় ফেলে দিয়ে গেল স্বামী - acid attack on house wife in Malda

এই ঘটনায় স্বামীর কঠোর শাস্তি চেয়েছেন নিগৃহীতা ওই মহিলা (acid attack on house wife in Malda) ৷

Acid Attack on house wife
স্ত্রী'র মুখে অ্যাসিড ঢেলে রাস্তায় ফেলে দিয়ে গেলেন স্বামী

By

Published : Apr 12, 2022, 9:45 PM IST

Updated : Apr 12, 2022, 11:08 PM IST

মালদা, 12 এপ্রিল: স্ত্রী'র উপর সন্দেহ, আর তার জেরে মহিলার মুখে অ্যাসিড ঢেলে তাঁকে বাপের বাড়ির সামনে ফেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানা এলাকায় (acid attack on house wife in Malda) ৷ গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ৷ অভিযুক্তের নাম জ্যোতিষ মণ্ডল ৷ জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ওই অ্যাসিড আক্রান্ত মহিলার বাবা ৷

নির্যাতিতা জানিয়েছেন, প্রায় 15 বছর আগে গাজোলের জ্যোতিষ মণ্ডলের সঙ্গে বিয়ে হয় তাঁর ৷ মহিলার অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁকে সন্দেহ করত স্বামী ৷ এনিয়ে প্রায়শই ঝামেলা লেগে থাকত । স্বামীর অত্যাচারের কথা শ্বশুরবাড়ির লোকেদের জানিয়েও কোনও সাহায্য পাননি বলে দাবি নিগৃহীতার ৷ তাঁর কথায়, স্বামীর চিকিৎসা করানোর জন্য তিনি শ্বশুরবাড়ির লোকেদের বলেছিলেন, কিন্তু তারা কথা শোনেনি ৷ তারা উলটে তাঁকেই শাসন করে ৷ নির্যাতিতার দাবি, তাঁকে খুনের হুমকিও দিতেন স্বামী ৷

স্ত্রী'র মুখে অ্যাসিড ঢেলে রাস্তায় ফেলে দিয়ে গেল স্বামী

আরও পড়ুন : খাস কলকাতাতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

মহিলার দাবি, সোমবার রাতে তাঁর মুখে অ্যাসিড ছোঁড়ে জ্যোতিষ মণ্ডল ৷ কিন্তু তারপরেও তাঁকে স্বাস্থ্যকেন্দ্র কিংবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি । উলটে বাড়িতে আটকে রেখে দেওয়া হয় । মঙ্গলবার সকালে বাপের বাড়ি যাওয়ার জন্য জেদ ধরেন তিনি, তখন তাঁকে বাপের বাড়ির সামনে ফেলে রেখে চলে যায় জ্যোতিষ ৷ পরে তাঁকে হাসপাতালে ভর্তি করান তাঁর বাড়ির লোকজন ৷ স্বামীর কঠোর শাস্তির দাবি করেছেন অ্যাসিড আক্রান্ত ওই মহিলা ৷

Last Updated : Apr 12, 2022, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details