মালদা, 15 জুন: জেলা পরিষদের একই আসনে মনোনয়ন জমা দিলেন স্বামী-স্ত্রী। না আলাদা দলের প্রার্থী হয়ে নয়, মনোনয়ন দিলেন একই দলের প্রার্থী হিসেবে। এমনই ঘটনা ঘটেছে মালদায়। জেলা পরিষদের 43 নম্বর আসনে মনোনয়ন দাখিল করেলেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার ও তাঁর স্বামী পরিতোষ সরকার। স্বামী-স্ত্রী উভয়েই দাবি করেন, ওই আসনে পরিতোষবাবুর নাম দলের তরফে ঘোষণা করা হয়েছিল।
গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে বুধবার গোপনে প্রার্থীদের ডেকে দলের টিকিট বিলি করেছিলেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি ও মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। 40টি আসনে প্রার্থীদের টিকিট দেওয়া হলেও জেলা পরিষদের 41, 42 ও 43 নম্বর আসনে প্রার্থী কে হচ্ছেন তার কোনও উত্তর দেননি জেলা তৃণমূলের সভাপতি। তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, জেলা পরিষদের 43 নম্বর আসনে প্রার্থী কে হবেন তা নিয়ে জেলা তৃণমূলের যুব সভাপতি চন্দনা সরকার ও তাঁর স্বামী পরিতোষ সরকারের মধ্যে রেষারেষি চলছে।
বৃহস্পতিবার সকাল পর্যন্তও জেলা তৃণমূলের তরফে পরিষ্কার করে জানানো হয়নি ওই আসনে দল কাকে প্রার্থী হিসেবে টিকিট দিয়েছে। তবে ওই আসনে পরিতোষবাবুর নাম দলের তরফে ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছেন স্বামী-স্ত্রী উভয়েই। পরিতোষবাবুর নাম ঘোষণা হওয়ার পরও এদিন তৃণমূলের হয়েই ওই আসনে মনোনয়ন জমা করেছেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার ও তাঁর স্বামী পরিতোষ সরকার।