Husband allegedly killed her wife over suspecting Extramarital Affair মালদা, 29 এপ্রিল: স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত সন্দেহে তাঁকে খুনের সুপারি দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ মালদায় শ্যুট আউটের ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে ৷ অভিযুক্ত স্বামীর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে ৷ বাইকে স্বামী-স্ত্রী ও সন্তান বাড়ি ফিরছিল ৷ সেই সময় আরেকটি বাইকে এক ব্যক্তি এসে গুলি চালায় ৷ গুলিতে মারা যান স্ত্রী ৷
শনিবার সন্ধ্যায় এই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অমিতকুমার শাহ বলেন, "গত 25 এপ্রিল রাত আটটা নাগাদ শিমুলডাব এলাকায় শ্যুট আউটের ঘটনাটি ঘটে । সেদিন শিশু ও স্ত্রীকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিল মাসু শেখ (27) ৷ শিমুলডাব এলাকায় বাইকে দু’জন যুবক এসে পিছন দিক থেকে গুলি চালায় ৷ গুলিবিদ্ধ হন মাসু শেখের স্ত্রী আইনুল বিবি ৷" তিনি আরও জানান, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আইনুল বিবিকে মৃত বলে ঘোষণা করেন ৷
তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, এই ঘটনার সঙ্গে নিহত মহিলার স্বামীই যুক্ত ৷ মাসু শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৷ এছাড়া বাইকচালক হজরত শেখ ও আরোহী অর্থাৎ যে গুলি চালিয়েছিল সেই ওজায়ের হুসেনকেও গ্রেফতার করা হয়েছে ৷ মাসু শেখ ও ওজায়ের হুসেন একই সঙ্গে কাঠের কারখানায় কাজ করত ৷ হজরত শেখ রংয়ের কাজ করত। স্ত্রীকে খুন করতে মাসু শেখে হজরতকে সুপারি দিয়েছিল বলে মনে করছে পুলিশ ৷ এই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ ৷
তদন্ত নেমে ঘটনাস্থলের আশেপাশের এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ ৷ ফাঁকা রাস্তায় মাসু শেখের ধীরগতিতে বাইক চালানো থেকে শুরু করে তার আচরণ লক্ষ করেই মাসু শেখের উপর প্রথম সন্দেহ হয় পুলিশের ৷ বারবার জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে ৷ এরপরই গ্রেফতার করা হয় মাসু শেখকে। ধীরে ধীরে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে ।
আরও পড়ুন: রেণুকার মুণ্ডহীন দেহ উদ্ধার ক্যানেল থেকে, অভিযুক্তের ফাঁসির দাবি পরিবারের