মালদা, 18 অগস্ট: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল এবার । আজ পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে 'দুয়ারে সরকার'-এর ক্যাম্পে পদপিষ্ট হন 10 জন মহিলা । তাঁদের মধ্যে 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকি 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । প্রবল ভিড় আর হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়েন আরও অনেকে । যদিও তাঁদের হাসপাতাল নিয়ে যেতে হয়নি । আবেদনকারীরা এনিয়ে প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন । যদিও এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি স্থানীয় বিডিও ।
সাহাপুর হাইস্কুলে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের 'দুয়ারে সরকার' ক্যাম্প অনুষ্ঠিত হয় বুধবার । সকাল 11 টা থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল । কিন্তু অন্যান্য জায়গায় 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ফর্ম জমা দেওয়ার ভিড় দেখে মহিলারা ভোর থেকেই স্কুলের বন্ধ গেটের সামনে জমায়েত হতে শুরু করেন । নির্ধারিত সময়ের বেশকিছু আগেই স্কুলে চলে আসেন বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার । সরকারি কর্মীরাও সকাল 10 টা নাগাদ স্কুলে চলে আসেন । সাড়ে 10 টার সময় সিভিক ভলান্টিয়াররা স্কুলের গেট খুলতেই আগে ফর্ম জমা দেওয়ার জন্য মহিলাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় । তাতেই ঘটে বিপত্তি । ভিড়ের চাপ সামলাতে না পেরে মাটিতে পড়ে যান অনেকে । পদপিষ্ট হয়ে যান তাঁরা । সিভিককর্মী, স্কুলের অশিক্ষক কর্মী ও এলাকার মানুষজন এসে আহত মহিলাদের উদ্ধারে করেন । খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে স্কুলে চলে আসে মালদা থানার পুলিশ বাহিনী।