মালদা, 15 এপ্রিল: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভল্টের তালায় আটকে রয়েছে ভাঙা চাবি ও তামার তার ৷ বিষয়টি নজরে আসতেই সন্দেহ হয় ব্যাংক কর্তৃপক্ষের ৷ আর ভল্ট খুলতেই মাথায় বাজ পড়ে ৷ দেখা যায়, উধাও প্রায় 35 লক্ষ টাকার সোনা-সহ বেশ কিছু সামগ্রী ৷ ঘটনাটি ঘটেছে মালদা শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৷ অভিযোগের ভিত্তিতে ওই ব্যাংকের এক অস্থায়ী কর্মী ও তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গিয়েছে, গত 6 এপ্রিল ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক ইঞ্জিনিয়ার লক্ষ করেন ভল্টের তালায় দু'টি তামার তার ঝুলছে ৷ ভল্টে ভাঙা চাবির কিছু অংশও আটকে রয়েছে ৷ এতেই সন্দেহ হয় ওই ইঞ্জিনিয়ারের ৷ সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ব্যাংক ম্যানেজারকে জানান ৷ তড়িঘড়ি ওই ভল্ট খুলতেই দেখা যায় ভিতরে থাকা বেশ কিছু প্যাকেট উধাও ৷ কিছু সিল করা প্যাকেটও খোলা হয়েছে ৷