পুকুর দখলকে কেন্দ্র একটি বাড়িতে ভাঙচুর ইংরেজবাজারে মালদা, 22 মে: পুকুর দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ইংরেজবাজারের মানিকপুর এলাকায়। ভাঙচুর চালানো হয় এক ব্যক্তির বাড়ি ও পুলিশের গাড়িতে। ঘটনায় দু'জন মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের মানিকপুর এলাকায় একটি সরকারি পুকুর রয়েছে । মন্দির উন্নয়নের জন্য সেই পুকুরে মাছ চাষ করা ও পুকুরের দেখভালের দায়িত্ব নিয়েছে স্থানীয় মন্দির কর্তৃপক্ষ। অভিযোগ, সেই পুকুর ভরাট করে বেআইনিভাবে সেখানে দখল করার চেষ্টা করেন নেপাল ব্যাপারি নামে স্থানীয় এক ব্যক্তি। এ নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। রবিবার ওই পুকুর সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণ ভাঙচুর চালানো হয়। সোমবার সকালে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ফের নেপালের বাড়িতে হানা দেয়। অভিযোগ, সেই সময় নেপাল ব্যাপারি বাড়িতে ছিলেন না। এরপরেই ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সেই সময় পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
নেপাল ব্যাপারির স্ত্রী মায়াদেবী বলেন, "আমার স্বামী গতকাল ডিউটিতে যোগ দিতে চলে গিয়েছেন। সকালে বাড়িতে আমরা চারজন মেয়ে ছিলাম । সেই সময় ওরা গাড়ি করে লোকজন নিয়ে আসে । অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি গেটে ধাক্কাধাক্কি করতে থাকে । আমি মেয়েকে বলি, ওদের বলে দিতে বাড়িতে বাবা নেই । মেয়ে সেই কথা বলতে গেলে ওরা মেয়ের ওপর ইট ছোঁড়ে । মেয়েও তারপরে ছাদে গিয়ে ওদের দিকে একটা ইটের টুকরো ছুঁড়ে ফেলে । তাতে নাকি দু'জনের আঘাত লাগে । এরপরে ওরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় । পুলিশ এলাকায় এসেছে কিন্তু এখনও আমাদের বাড়িতে আসেনি । আমাদের বিরুদ্ধে পুকুর ভরাটের মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে । পুলিশের গাড়িকে ভাঙচুর করেছে তা আমাদের জানা নেই । আমরা বাড়িতেই লুকিয়ে ছিলাম ।"
কাজিগ্রামের পঞ্চায়েত সদস্য নিখিল সিংহের বক্তব্য, পুকুর নিয়ে গণ্ডগোল । মন্দির উন্নয়নের জন্য সরকারের থেকে সেই পুকুরে মাছ চাষ ও দেখভালের দায়িত্ব নিয়েছে মন্দির কর্তৃপক্ষ । কিছুদিন ধরে নেপাল ব্যাপারি এই পুকুর ভরাট করছিলেন । সেই নিয়ে গণ্ডগোল । নেপালকে গতকালকের পর থেকে আর দেখা যায়নি । গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আসে ৷ পুলিশের সঙ্গে কথা বলা হয় । সেই সময় নেপালের বাড়ির লোকজন পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় বলে তিনি জানান ।
আরও পড়ুন:বাম জমানায় সাড়ে 3 হাজার পুকুর ভরাট ! শহরের বাকি জলাশয় রক্ষার নির্দেশ মেয়রের