পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Health Volunteers : মানুষের পাশে থাকতে সিপিএমের রেড ভলান্টিয়ার্সের আদলে হেলথ ভলান্টিয়ার্স গড়ল বিজেপি - কোভিড-19

করোনা আবহে মানুষের পাশে দাঁড়াতে হেল্থ ভলান্টিয়ার্স তৈরি করল বিজেপি ৷ শুক্রবার মালদা জেলা কার্যালয়ে হেল্থ ভলান্টিয়ার্সের সদস্যদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ৷ শিবিরে আমজনতার জন্য একটি হেল্পলাইন নাম্বারও প্রকাশ করা হয় ৷

Health Volunteers training camp at Malda BJP head office
Health Volunteers : সিপিএমের রেড ভলান্টিয়ার্সের মতোই মানুষের পাশে থাকবে বিজেপির হেল্থ ভলান্টিয়ার্স

By

Published : Aug 13, 2021, 5:50 PM IST

Updated : Aug 13, 2021, 6:41 PM IST

মালদা, 13 অগস্ট : করোনা মোকাবিলায় কার্যত সিপিএমের দেখানো পথেই হাঁটল বিজেপি ! রেড ভলান্টিয়ার্সের অনুকরণে তৈরি করা হল হেল্থ ভলান্টিয়ার্স ৷ শুক্রবার বিজেপির মালদা জেলা কার্যালয়ে হেল্থ ভলান্টিয়ার্সের সদস্যদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় দলের তরফে ৷ এদিনের এই শিবিরে জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যস্তরের নেতা-নেত্রীরাও ৷ করোনা আবহে মানুষের কাছে যাতে সহজেই সহযোগিতা পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে একটি হেল্পলাইন নাম্বারও প্রকাশ করলেন তাঁরা ৷ নম্বরটি হল, 9227492274 ৷ এবার থেকে এই নম্বরে ফোন করলেই বিপন্ন মানুষের কাছে পৌঁছে যাবেন বিজেপির হেলথ্‌ ভলান্টিয়াররা। যদিও সিপিএমের অনুকরণে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করার কথা মানতে নারাজ গেরুয়া শিবির ৷

আরও পড়ুন :করোনা আক্রান্ত তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করাল রেড ভলান্টিয়ার্স

এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, “আমাদের সংগঠনের একটি থিম হল সেবাই সংগঠন ৷ এই থিমকে সঙ্গী করেই আমরা মানুষের পাশে দাঁড়াই ৷ করোনার দু‘টি ঢেউ গিয়েছে ৷ তখনও আমরা আক্রান্ত মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছি ৷ মানুষ যাতে আক্রান্ত না হন, তার চেষ্টা করেছি ৷ করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ যাতে সাধ্যমতো নিয়ন্ত্রণে রাখা যায়, হেল্থ ভলান্টিয়াররা সেই চেষ্টাই করবেন ৷’’

কীভাবে তৈরি হবে স্বেচ্ছাসেবকদের এই বাহিনী ? এর উত্তরে গোবিন্দ জানান, ‘‘কয়েকদিন আগে এই জেলা থেকে একজন চিকিৎসক, একজন মহিলা, একজন সংগঠনের নেতা এবং একজন আইটি বিশেষজ্ঞকে প্রশিক্ষণ নিতে রাজ্যে পাঠিয়েছিলাম ৷ তাঁরা প্রশিক্ষণ নিয়ে এসে জেলার 45টি মণ্ডলের প্রতিটির জন্য চিহ্নিত চারজনকে সেই একই প্রশিক্ষণ দিচ্ছেন ৷ অর্থাৎ মোট 180 জন এই প্রশিক্ষণ পাচ্ছেন ৷ প্রতিটি মণ্ডলে একজন করে চিকিৎসক, মহিলা, সাংগঠনিক নেতা ও আইটি বিশেষজ্ঞকে ঠিক করা হয়েছে ৷ আজ এখানে এই প্রশিক্ষণ চলছে ৷ এরপর জেলার 2 হাজার 884টি বুথের সবক’টিতে একজন মহিলা ও একজন পুরুষকে প্রশিক্ষিত করা হবে ৷ সেই প্রশিক্ষণ মণ্ডলগুলিতেও হবে ৷ বুথভিত্তিক ভলান্টিয়ারদের করোনার যাবতীয় কিট দেওয়া হবে ৷ ভলান্টিয়ারদের সঙ্গে আমাদের রাজ্য ও কেন্দ্রীয় মেডিক্যাল ইউনিটগুলির সরাসরি যোগাযোগ থাকবে ৷’’

আরও পড়ুন :রাজগঞ্জে করোনা আক্রান্তদের পাশে রেড ভলান্টিয়ার্স

তবে সিপিএমের রেড ভলান্টিয়ারদের দেখে তাঁরা হেলথ্‌ ভলান্টিয়ার গঠন করেননি বলেই দাবি গোবিন্দর ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা কাউকে অনুকরণ করে কিছু করছি না ৷ করোনায় গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ মারা গিয়েছেন ৷ এদেশেও লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন ৷ এই রাজ্যেও প্রচুর মৃত্যু হয়েছে ৷ এখানে সরকারি কিছু অব্যবস্থা ছিল ৷ এখন কেন্দ্র থেকে বিনামূল্যে টিকা আসছে ৷ সেই টিকা যাতে প্রতিটি মানুষ পান, তার জন্য আমরা সবাইকে সচেতন করছি ৷ হেলথ্‌ ভলান্টিয়াররা প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে গিয়ে এই সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করবেন ৷ অসুস্থদের জন্য সমস্ত ধরনের ব্যবস্থাও নেবেন এই ভলান্টিয়াররা ৷’’

Last Updated : Aug 13, 2021, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details