পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI Probe in Malda incident: দুই তফসিলিকে বলপূর্বক ধর্মান্তকরণ, মালদার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের - people forcefully converted to Islam

অপহরণের পর দুই তফসিলী জাতির রাজমিস্ত্রিকে ধর্মান্তকরণে বাধ্য করার অভিযোগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ (HC directs CBI probe as scheduled caste community people forcefully converted to Islam) ৷ সোমবার এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷

Etv Bharat
মালদার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

By

Published : Feb 20, 2023, 10:52 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি:মালদায় অপহরণের পর দুই ব্যক্তিকে প্রথমে জোর করে ধর্মান্তকরণ। পরে তাঁদের দিয়ে অস্ত্র, মাদক এবং জাল নোট পাচারের কারবার করানো ৷ এমনই সব অভিযোগে দায়ের হওয়া মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-কে অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার শুনানি শেষে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (HC directs CBI probe as scheduled caste community people forcefully converted to Islam) ৷

মালদার কালিয়াচক থানার দুই মহিলার অভিযোগ, 26 নভেম্বর, 2021 রাজমিস্ত্রির কাজে গিয়ে তাদের স্বামীরা আর বাড়ি ফেরেননি। থানায় অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। পরবর্তীতে স্বামীদের খোঁজ পেলেও দুই মহিলার দাবি, দু'জনকেই জোর করে ধর্মান্তকরণ করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অস্ত্র, জাল টাকার কারবার করানো হচ্ছে । বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এদিন মামলার শুনানিতে এদিন সিবিআই এবং এনআইএ তদন্তের দাবি জানান তাঁরা ৷ অথচ ওই দুই রাজমিস্ত্রি তাঁদের স্ত্রী'দের কথা খণ্ডন করে জানান, তারা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন।

কিন্তু অভিযোগের সংবেদনশীলতার কথা মাথায় রেখে ঘটনায় অবিলম্বে সিবিআই'কে তদন্ত শুরুর নির্দেশ দেন বিচারপতি মান্থা। পাশাপাশি অভিযোগের প্রেক্ষিতে নিয়মমাফিক তদন্ত করে এনআইএ-কেও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ 11 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ৷ অভিযোগ শোনার পর বিশ্ব হিন্দু পরিষদও জেলা প্রশাসনে অভিযোগ জানিয়েছিল, তবে জেলা প্রশাসন স্তরেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। পিছিয়ে পড়া নিম্নবর্গের হিন্দুদের জোর করে মালদার ওই অঞ্চলে মুসলিদের ধর্মান্তরিত করার মত সম্পূর্ণ আইনবিরুদ্ধ কাজ আগেও হয়েছে বলে অভিযোগ। কিন্তু প্রশাসন নীরব দর্শক থেকেছে সবক্ষেত্রেই ৷

আরও পড়ুন:ভালো রাস্তা ফের সংস্কারের অভিযোগ মালদায়, পঞ্চায়েত ভোটের আগে তরজায় শাসক ও বিরোধী শিবির

আদালত সমস্ত বিষয় খতিয়ে দেখার পর সিবিআই'কে তদন্ত করার নির্দেশ দিয়েছে। এদিন আদালতে উপস্থিত সিবিআইয়ের আইনজীবীও জানিয়েছেন, তারা তদন্তের জন্য প্রস্তুত। পাশাপাশি যেহেতু অস্ত্র চোরাচালানের বিষয় মামলাটির সঙ্গে যুক্ত, তাই এনআইএ-ও চাইলে তদন্ত করে রিপোর্ট দিতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details